ঢাকা , শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ–লাগোয়া ধুবড়িতে ‘দুষ্কৃতকারীদের’ দেখামাত্র গুলির নির্দেশ দিলেন আসামের মুখ্যমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস ইসরায়েলি হামলায় ইরানের আরও দুই জেনারেল নিহত ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক স্বস্তি ফিরিয়ে এনেছে: দুদু ইরানের পর এবার ইসরায়েলে রকেট হামলা চালালো আরেক মুসলিম দেশ! ইরানের পাশে দাঁড়াল ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা ড. ইউনূস-তারেক রহমান বৈঠক ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ পেরেক: প্রেসসচিব ইসরাইলি ‘আগ্রাসন’ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের উত্তরায় র‍্যাব পরিচয়ে নগদ এজেন্টের টাকা ছিনতাই পুলিশের কাছে ভারি মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ব্রেইন কাজ করছে না তানিনের, বিকেলেই খুলে ফেলা হবে লাইফ সাপোর্ট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০১:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ৫৮৫৫ বার পড়া হয়েছে

চিত্রনায়িকা তানিন সুবহা সপ্তাহখানেক ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। গতকাল রোববার (৮ জুন) সন্ধ্যায় তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, তবে পরিবার জানিয়েছে, এখনো তিনি লাইফ সাপোর্টেই আছেন। তবে চিকিৎসকদের মতে, তানিন সুবহা এখন আর বেঁচে নেই—তাঁর হৃদযন্ত্র কিছুটা সচল থাকলেও ব্রেন কাজ করছে না। রোববার বিকেলেই চিকিৎসকেরা তাঁকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেছেন। এখন সিদ্ধান্তের অপেক্ষা শুধুই পরিবারের।

আজ সোমবার (৯ জুন) সকালে তানিনের ছোট ভাই ইনজামুল রামিম সংবাদমাধ্যমকে জানান, “ডাক্তাররা বলেছেন, তাঁদের কিছুই করার নেই। আপুর ব্রেন কাজ করছে না, কেবল হার্টটা চলছে মেশিনের মাধ্যমে। লাইফ সাপোর্ট খুলে ফেলার কথা বলা হয়েছে, কিন্তু এখনো আম্মু অনুমতি দেননি। সব সিদ্ধান্ত দুলাভাইয়ের হাতে।” তানিন সুবহার স্বামী একজন বৈমানিক। তাঁর সম্মতি পেলেই লাইফ সাপোর্ট খুলে নেওয়া হতে পারে বলে জানায় পরিবার।

তানিন ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে আফতাবনগরের একটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন, তবে পরে অবস্থার অবনতি হলে বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।

চিকিৎসক সূত্রে জানা যায়, হঠাৎ বুকে ব্যথা ও অতিরিক্ত ঘাম অনুভব করেন তানিন। প্রথমে অ্যাসিডিটি ভেবে ওষুধ খান, কিন্তু কয়েকবার বমির পর শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটায় তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

তানিন সুবহা বিজ্ঞাপনচিত্র দিয়ে শোবিজে আত্মপ্রকাশ করেন। পরে নাটক ও সিনেমায় অভিনয় করে পরিচিতি পান। ‘মাটির পরী’ দিয়ে তাঁর বড় পর্দায় অভিষেক হয়, এরপর আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তাঁর কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে।

তাঁর পরিবার এবং ভক্তরা এ মর্মান্তিক পরিস্থিতিতে সবার কাছে দোয়া চেয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ–লাগোয়া ধুবড়িতে ‘দুষ্কৃতকারীদের’ দেখামাত্র গুলির নির্দেশ দিলেন আসামের মুখ্যমন্ত্রী

ব্রেইন কাজ করছে না তানিনের, বিকেলেই খুলে ফেলা হবে লাইফ সাপোর্ট

আপডেট সময় ০১:০১:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

চিত্রনায়িকা তানিন সুবহা সপ্তাহখানেক ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। গতকাল রোববার (৮ জুন) সন্ধ্যায় তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, তবে পরিবার জানিয়েছে, এখনো তিনি লাইফ সাপোর্টেই আছেন। তবে চিকিৎসকদের মতে, তানিন সুবহা এখন আর বেঁচে নেই—তাঁর হৃদযন্ত্র কিছুটা সচল থাকলেও ব্রেন কাজ করছে না। রোববার বিকেলেই চিকিৎসকেরা তাঁকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেছেন। এখন সিদ্ধান্তের অপেক্ষা শুধুই পরিবারের।

আজ সোমবার (৯ জুন) সকালে তানিনের ছোট ভাই ইনজামুল রামিম সংবাদমাধ্যমকে জানান, “ডাক্তাররা বলেছেন, তাঁদের কিছুই করার নেই। আপুর ব্রেন কাজ করছে না, কেবল হার্টটা চলছে মেশিনের মাধ্যমে। লাইফ সাপোর্ট খুলে ফেলার কথা বলা হয়েছে, কিন্তু এখনো আম্মু অনুমতি দেননি। সব সিদ্ধান্ত দুলাভাইয়ের হাতে।” তানিন সুবহার স্বামী একজন বৈমানিক। তাঁর সম্মতি পেলেই লাইফ সাপোর্ট খুলে নেওয়া হতে পারে বলে জানায় পরিবার।

তানিন ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে আফতাবনগরের একটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন, তবে পরে অবস্থার অবনতি হলে বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।

চিকিৎসক সূত্রে জানা যায়, হঠাৎ বুকে ব্যথা ও অতিরিক্ত ঘাম অনুভব করেন তানিন। প্রথমে অ্যাসিডিটি ভেবে ওষুধ খান, কিন্তু কয়েকবার বমির পর শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটায় তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

তানিন সুবহা বিজ্ঞাপনচিত্র দিয়ে শোবিজে আত্মপ্রকাশ করেন। পরে নাটক ও সিনেমায় অভিনয় করে পরিচিতি পান। ‘মাটির পরী’ দিয়ে তাঁর বড় পর্দায় অভিষেক হয়, এরপর আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তাঁর কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে।

তাঁর পরিবার এবং ভক্তরা এ মর্মান্তিক পরিস্থিতিতে সবার কাছে দোয়া চেয়েছেন।