ঢাকা , সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুরে খোকসা যুব সংঘের কমিটি গঠন: সভাপতি হামিদুল, সাধারণ সম্পাদক সেলিম রেজা নাটোরে জামায়াতে যোগ দিলেন বিএনপি-জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী বরিশালে জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মেহেরপুরে পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু বিএনপির পাঁচ নেতাকে সব পদ থেকে বহিষ্কার ‘ফজু পাগলা’ উপাধিতে গর্বিত বিএনপি প্রার্থী ফজলুর রহমান: বলেন, আমার জন্য সারা দেশের মানুষ পাগল গৌরীপুরে সংঘর্ষের জেরে বিএনপির ৫ নেতা বহিষ্কার জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর শাপলাকলি’ প্রতীক নিয়ে নির্বাচনে এনসিপি: জনগণের রাজনীতি গড়ে তুলতে আহ্বান নাহিদ ইসলামের গৌরীপুরে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ৪০

বিশ্বজুড়ে সাইবার হামলার পর বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করল বেবিচক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ১৬৩৮ বার পড়া হয়েছে

বিশ্বের বড় কয়েকটি বিমানবন্দরে সাইবার হামলার পর সতর্ক অবস্থানে গেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সাইবার হামলা প্রতিরোধে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করে ১০টি বিশেষ নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি।

সম্প্রতি বেবিচকের ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনা ঘটে। যদিও বড় কোনো ক্ষতি হয়নি, তবে কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খানের স্বাক্ষরিত নির্দেশনাটি দেশের সব বিমানবন্দরের প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এর মধ্যে রয়েছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ইমেইল বা লিংক এড়িয়ে চলা, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, দাপ্তরিক ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল থেকে বিরত থাকা এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (MFA) চালু করা।

এছাড়া, যেকোনো ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি বা ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে CAAB-CERT, আইটি বিভাগ ও জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে জানাতে বলা হয়েছে।

বেবিচক সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর সংস্থাটির প্রধান কার্যালয়ে সাইবার হামলা প্রতিরোধে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয়, সম্প্রতি লন্ডনের কয়েকটি বিমানবন্দরে সাইবার হামলার কারণে ফ্লাইট বন্ধ রাখতে হয়েছিল। সেই প্রেক্ষিতে বাংলাদেশেও আগাম সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া, বেবিচকের সাইবার নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়নের জন্য একটি অভিজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাজ্যের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে খোকসা যুব সংঘের কমিটি গঠন: সভাপতি হামিদুল, সাধারণ সম্পাদক সেলিম রেজা

বিশ্বজুড়ে সাইবার হামলার পর বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করল বেবিচক

আপডেট সময় ০৭:৫৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

বিশ্বের বড় কয়েকটি বিমানবন্দরে সাইবার হামলার পর সতর্ক অবস্থানে গেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সাইবার হামলা প্রতিরোধে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করে ১০টি বিশেষ নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি।

সম্প্রতি বেবিচকের ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনা ঘটে। যদিও বড় কোনো ক্ষতি হয়নি, তবে কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খানের স্বাক্ষরিত নির্দেশনাটি দেশের সব বিমানবন্দরের প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এর মধ্যে রয়েছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ইমেইল বা লিংক এড়িয়ে চলা, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, দাপ্তরিক ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল থেকে বিরত থাকা এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (MFA) চালু করা।

এছাড়া, যেকোনো ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি বা ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে CAAB-CERT, আইটি বিভাগ ও জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে জানাতে বলা হয়েছে।

বেবিচক সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর সংস্থাটির প্রধান কার্যালয়ে সাইবার হামলা প্রতিরোধে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয়, সম্প্রতি লন্ডনের কয়েকটি বিমানবন্দরে সাইবার হামলার কারণে ফ্লাইট বন্ধ রাখতে হয়েছিল। সেই প্রেক্ষিতে বাংলাদেশেও আগাম সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া, বেবিচকের সাইবার নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়নের জন্য একটি অভিজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাজ্যের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে।