চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. শরীফ ও নাজির নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, কনসার্ট চলাকালে একদল দর্শক ‘জয় বাংলা’ স্লোগান দিলে অপর একটি পক্ষের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং কনভেনশন সেন্টারে ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছোঁড়েন।
উল্লেখ্য, জিইসি মোড়ের ওই কনভেনশন সেন্টারে একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের উদ্যোগে কনসার্টটির আয়োজন করা হয়, যেখানে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল গান পরিবেশনের কথা ছিল। সংঘর্ষের পর কনসার্ট পণ্ড হয়ে যায়।

ডেস্ক রিপোর্ট 



















