বাংলাদেশ জামায়াতে ইসলামী শুক্রবার থেকে নতুন আমির নির্বাচনের ভোট গ্রহণ শুরু করেছে। এবারের নির্বাচনে দলটির তিন সদস্যের প্যানেল ঘোষণা করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন বর্তমান আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির অধ্যাপক মুজিবর রহমান এবং বর্তমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ঢাকা মহানগরের রুকনরা (সদস্য) ভোটের মাধ্যমে প্রাথমিকভাবে অংশ নিচ্ছেন। শনিবার রাজধানীর একটি অডিটরিয়ামে ঢাকা মহানগর দক্ষিণের রুকনরা ভোট দেন। সারাদেশে এক লাখ ২৫ হাজারের বেশি রুকন ভোট দিয়ে নতুন আমির নির্বাচনে অংশগ্রহণ করবেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, মজলিসে শূরার সদস্যদের ভোটে তিনজনের প্যানেল গঠিত হয়েছে। চলতি মাসের মধ্যে ভোট গ্রহণ ও গণনা শেষ হওয়ার পর নতুন আমির নির্বাচিত হবেন। চিঠির মাধ্যমে প্যানেল সংক্রান্ত তথ্য রুকনদের জানানো হয়েছে। তবে, চাইলে রুকনরা প্যানেলের বাইরেও যোগ্য মনে করা কোনো সদস্যকে ভোট দিতে পারবেন।
দলটির প্রতিষ্ঠার পর থেকে ২০০৯ সাল পর্যন্ত রুকনদের কাছে ভোটের জন্য চিঠি পাঠানো হতো। পরবর্তীতে স্বৈরাচারী সরকারের নীতি ও বিভিন্ন হত্যাকাণ্ডে জামায়াতের নেতাকর্মীরা সাংগঠনিকভাবে চাপে পড়েন।

ডেস্ক রিপোর্ট 



















