ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজা খালি করে ‘মানবিক শহর’ গড়ে তোলার ঘোষণা ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪৪ জন নেতাকর্মী শহীদ হয়েছে: নাছির উদ্দিন এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই: প্রেস সচিব এমন বৃষ্টি থাকবে কত দিন, জানাল আবহাওয়া অফিস চীন সফরে যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল ভারতের ঢলে ভেঙে গেল ৩ নদীর বাঁধ, ডুবে গেল ৩০ গ্রাম কক্সবাজার সৈকতে ভেসে এলো আরও এক শিক্ষার্থীর মরদেহ ইরানের হাতে এসেছে চীনের আধুনিক হিউ কিউ-৯ এয়ার ডিফেন্স মিসাইল বিশ্ব আর কোনো সম্রাট চায় না: ট্রাম্পকে ব্রাজিলের প্রেসিডেন্টের হুঁশিয়ারি আগামী নির্বাচনে বেশির ভাগ মানুষ ভোটই দিতে যাবে না: মাসুদ কামাল

“কেয়ামত পর্যন্তও গৃহস্থালিতে গ্যাস-সংযোগ নয়” — জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৬৬৭ বার পড়া হয়েছে

গৃহস্থালি খাতে গ্যাস সংযোগ চূড়ান্তভাবে বন্ধ রাখার অবস্থান জানিয়ে দিয়েছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, “কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আবাসিকে গ্যাস সংযোগ দেওয়া হবে না। সুযোগ থাকলে ঢাকার সব বাড়িতেই গ্যাস সংযোগ বন্ধ করে দিতাম।”

শুক্রবার (১৩ জুন) সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাশটিলা গ্যাস ফিল্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “শিল্প কারখানাগুলো পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না। সেখানে গৃহস্থালি খাতে গ্যাস দেওয়া হবে—এটা চরম অপচয়। কাজেই নতুন করে আবাসিকে গ্যাস সংযোগ দেওয়া হবে না।” তবে তিনি জানান, যেসব এলাকায় গ্যাস উত্তোলন করা হয়, সেসব এলাকায় স্বল্পমূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে সরকার।

তিনি আরও বলেন, “প্রতিবছর গ্যাসের উৎপাদন ২০০ মিলিয়ন ঘনফুট হারে কমছে। একইসঙ্গে বাড়ছে এলএনজি আমদানির পরিমাণ। সরকার গ্যাসের উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানোর চেষ্টা করছে।”

উল্লেখ্য, সিলেট-১০ ও কৈলাশটিলা-৭ নম্বর কূপ থেকে বর্তমানে প্রতিদিন ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হচ্ছে বলে জানান উপদেষ্টা।

এই সফরে ফাওজুল কবির খানের সঙ্গে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খালিদ আহমেদ, পেট্রোবাংলার চেয়ারম্যান রেহসানুল ইসলাম, বাপেক্স/এসজিএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেব আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তিনি সকাল সাড়ে ৯টায় কৈলাশটিলা গ্যাস ফিল্ডের ৭ নম্বর কূপ, বাপেক্সের রিগ বিজয়-১২, ১ নম্বর কূপের ওয়ার্কওভার এলাকা ও এমএসটি প্লান্ট পরিদর্শন করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজা খালি করে ‘মানবিক শহর’ গড়ে তোলার ঘোষণা ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর

“কেয়ামত পর্যন্তও গৃহস্থালিতে গ্যাস-সংযোগ নয়” — জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান

আপডেট সময় ০৭:৩১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

গৃহস্থালি খাতে গ্যাস সংযোগ চূড়ান্তভাবে বন্ধ রাখার অবস্থান জানিয়ে দিয়েছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, “কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আবাসিকে গ্যাস সংযোগ দেওয়া হবে না। সুযোগ থাকলে ঢাকার সব বাড়িতেই গ্যাস সংযোগ বন্ধ করে দিতাম।”

শুক্রবার (১৩ জুন) সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাশটিলা গ্যাস ফিল্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “শিল্প কারখানাগুলো পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না। সেখানে গৃহস্থালি খাতে গ্যাস দেওয়া হবে—এটা চরম অপচয়। কাজেই নতুন করে আবাসিকে গ্যাস সংযোগ দেওয়া হবে না।” তবে তিনি জানান, যেসব এলাকায় গ্যাস উত্তোলন করা হয়, সেসব এলাকায় স্বল্পমূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে সরকার।

তিনি আরও বলেন, “প্রতিবছর গ্যাসের উৎপাদন ২০০ মিলিয়ন ঘনফুট হারে কমছে। একইসঙ্গে বাড়ছে এলএনজি আমদানির পরিমাণ। সরকার গ্যাসের উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানোর চেষ্টা করছে।”

উল্লেখ্য, সিলেট-১০ ও কৈলাশটিলা-৭ নম্বর কূপ থেকে বর্তমানে প্রতিদিন ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হচ্ছে বলে জানান উপদেষ্টা।

এই সফরে ফাওজুল কবির খানের সঙ্গে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খালিদ আহমেদ, পেট্রোবাংলার চেয়ারম্যান রেহসানুল ইসলাম, বাপেক্স/এসজিএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেব আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তিনি সকাল সাড়ে ৯টায় কৈলাশটিলা গ্যাস ফিল্ডের ৭ নম্বর কূপ, বাপেক্সের রিগ বিজয়-১২, ১ নম্বর কূপের ওয়ার্কওভার এলাকা ও এমএসটি প্লান্ট পরিদর্শন করেন।