ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের মধ্যকার সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইটের আঘাতে গুরুতর আহত হয়েছেন এখন টেলিভিশনের রিপোর্টার ফরহাদ বিন নূর। ঘটনাস্থল থেকে সহকর্মীরা তাকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে ভোররাতে হাসপাতালে ছুটে যান ডাকসু ভিপি সাদিক কায়েম, তিনি ফরহাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চিকিৎসকরা জানিয়েছেন, ফরহাদের প্রাথমিক চেকআপ চলছে এবং আপাতত আশঙ্কাজনক নয়।
সহকর্মী ও শুভানুধ্যায়ীরা জানিয়েছেন, ফরহাদ পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হন। সবাই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

ডেস্ক রিপোর্ট 

























