সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড আমীরসহ ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা বিএনপির আয়োজিত কর্মী সভায় তারা আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা হাতে গ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান জ্যোতি। তিনি নতুন যোগদানকারীদের বরণ করে নেন।
জামায়াতের বাঙালা ইউনিয়ন ওয়ার্ড আমীর আমিনুল ইসলাম জানান, আনোয়ার হোসেনকে প্রায় ছয় মাস আগে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। খাঁন সাঈদ হাসান জ্যোতি বলেন, বাঙালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আনোয়ার হোসেনসহ ৩০ জন কর্মী তার হাত ধরে বিএনপিতে যোগদান করেছেন।

ডেস্ক রিপোর্ট 



















