কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক–কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান মো. সেলিম ভূঁইয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি না দিলে ছয় লাখ শিক্ষক পরিবারের মাধ্যমে ভোটের মাধ্যমে জবাব দেওয়া হবে।
আজিজী বলেন, সেলিম ভূঁইয়া ইতোমধ্যে সারা দেশের শিক্ষক-কর্মচারী পরিবারের বিএনপির প্রতি আস্থা নষ্ট করেছেন। তিনি তারেক রহমানকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আপনি জনতার নয়নের মণি। অবিলম্বে সেলিম ভূঁইয়াকে দায়িত্ব থেকে সরাতে হবে, নইলে আমরা দলের প্রতি সমর্থন দিতে পারব না।”
এর আগে এক সংবাদ সম্মেলনে সেলিম ভূঁইয়া অভিযোগ করেন, শিক্ষক-কর্মচারীদের দাবির নামে একটি সংগঠন সরকারকে বিপর্যস্ত করছে এবং আন্দোলন করছেন এমন নেতা ‘আওয়ামী দোসর’। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত না ঘটানোর জন্য সরকারকে কিছুটা সময় দেওয়ার প্রয়োজনীয়তাও উল্লেখ করেছেন।

ডেস্ক রিপোর্ট 



















