দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা থেকে বরিশাল ও বরগুনার দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ওরফে ইকবাল (৫৭) এবং বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ ওরফে রিপন (৪৮)।
পুলিশ জানিয়েছে, ঢাকার রমনা থানায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রয়েছে। এছাড়া নিজ নিজ এলাকায় তারা দুটি করে মামলার পলাতক আসামি। বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন।

ডেস্ক রিপোর্ট 





















