জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের শুক্রবার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে তা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে গণ্য হবে।
তিনি এই মন্তব্য করেছেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে।
জামায়াত পূর্বে জানিয়েছিল, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিলেও স্বাক্ষর করবেন কি না তা তারা এখনও নির্ধারণ করেনি। বৃহস্পতিবার সরকার ও ঐকমত্য কমিশন জামায়াতের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক চালিয়ে দলটিকে আশ্বস্ত করেছে, যে বাস্তবায়ন শিগগির নির্ধারণ করা হবে।
ডা. তাহের বলেন, সংলাপে আলোচনা করা সংস্কারের সঙ্গে জামায়াত একমত হওয়ায় তারা সনদে স্বাক্ষর করেছে। তিনি আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা সনদ বাস্তবায়নে যে সিদ্ধান্ত নিয়েছেন তা সরকার যথাযথভাবে বাস্তবায়ন করবে এবং নতুন কোনো সংকট তৈরির ক্ষেত্রে অযথা কর্তৃত্ব প্রয়োগ করবে না।
জামায়াতের দাবি নির্বাচনের আগে নভেম্বরে গণভোট অনুষ্ঠিত হোক। বিএনপির অবস্থান, নির্বাচন এবং গণভোট একদিনে হওয়া উচিত। এ বিষয়ে এখনও সরকার তাদের নিশ্চিত করেছে না।

ডেস্ক রিপোর্ট 



















