ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
চকরিয়াতে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন: হান্নান মাসুদ সালাউদ্দিনকে ‘গডফাদার’ ডাকায় উত্তাল কক্সবাজার, এনসিপির সমাবেশে ভাঙচুর চাঁদা নেব না, নিতেও দেব না: জামায়াত আমির বক্তব্যের মাঝে মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির মজলুমরা আজ জালিম হয়ে উঠছে: নুর জামায়াতের সমাবেশে দাওয়াত পায়নি বিএনপি বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদীদের জায়গা হবে না: জামায়াতের সমাবেশে সারজিস উগান্ডায় বোম পড়লেও কি বিএনপির দোষ?: পার্থ বর্তমানে আওয়ামী লীগ বলে কিছু নেই, এটি একটি মাফিয়া চক্রে পরিণত: সোহেল তাজ ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় আমার ছেলে শহীদ হয়: আবরার ফাহাদের বাবা

ইসরায়েলি হামলার পর ‘ইসলামিক রিপাবলিকের অবসান ঘটেছে’: রেজা পাহলভি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

ইসরায়েলের হামলার পর ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের কঠোর মূল্যায়ন তুলে ধরেছেন দেশটির সাবেক যুবরাজ মোহাম্মদ রেজা পাহলভি। তিনি দাবি করেছেন, ইরানের ইসলামিক রিপাবলিকের শাসন এখন ধ্বংসের পথে এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়েছেন।

বিবিসি’র লরা কুয়েনসবার্গের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সাবেক শাহের পুত্র রেজা পাহলভি বলেন, “এই কঠিন দিনগুলোতে, আমার হৃদয় সেই সকল নিরস্ত্র নাগরিকদের সঙ্গে আছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং খামেনির যুদ্ধবাজি ও বিভ্রান্তির শিকার হয়েছে। বছরের পর বছর ধরে, আমি আমাদের মাতৃভূমিকে যুদ্ধের আগুনে ধ্বংস হওয়া থেকে রক্ষা করার চেষ্টা করেছি।”

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে তার বাবা শাহ মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করেন। নির্বাসনে থাকা পাহলভি বর্তমান শাসকগোষ্ঠীর পতন আসন্ন বলে মনে করছেন। তিনি দাবি করেন, “ইসলামিক রিপাবলিকের অবসান ঘটেছে এবং এটি এখন ধ্বংসের পথে। খামেনি, ভীত ইঁদুরের মতো, ভূগর্ভে লুকিয়েছে এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়েছে। যা শুরু হয়েছে তা আর ফিরিয়ে আনা যাবে না। ভবিষ্যৎ উজ্জ্বল এবং একসঙ্গে আমরা ইতিহাসের এই তীক্ষ্ণ মোড় পার করব।”

রেজা পাহলভি ইরানি জনগণকে একটি জাতীয় বিদ্রোহের মাধ্যমে বর্তমান শাসনের অবসানের ডাক দিয়েছেন। তিনি বলেন, “ইসলামিক রিপাবলিকের অবসান মানে ইরানি জাতির বিরুদ্ধে এর ৪৬ বছরের যুদ্ধের সমাপ্তি। শাসনের দমন-পীড়নের যন্ত্রপাতি ভেঙে পড়ছে। এখন শুধু একটি জাতীয় বিদ্রোহের প্রয়োজন এই দুঃস্বপ্নের চিরতরে অবসান ঘটাতে।”

তিনি আরও বলেন, “এখনই উঠে দাঁড়ানোর সময়; ইরানকে পুনরুদ্ধার করার সময়। আসুন আমরা সবাই এগিয়ে আসি—বন্দর আব্বাস থেকে বন্দর আনজালি, শিরাজ থেকে ইসফাহান, তাবরিজ থেকে জাহেদান, মাশহাদ থেকে আহভাজ, শাহর-ই কোর্দ থেকে কেরমানশাহ—এবং এই শাসনের অবসান ঘটাই।”

শাসকগোষ্ঠীর পতনের পর দেশের ভবিষ্যৎ নিয়ে আশ্বস্ত করে রেজা পাহলভি বলেন, “ইসলামিক রিপাবলিকের পতনের পরের দিনকে ভয় পাবেন না। ইরান গৃহযুদ্ধ বা অস্থিরতায় নিমজ্জিত হবে না। আমাদের কাছে ইরানের ভবিষ্যৎ ও এর সমৃদ্ধির জন্য একটি পরিকল্পনা রয়েছে। আমরা পতনের পর প্রথম একশো দিন, স্থানান্তরকালীন সময় এবং একটি জাতীয় ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য প্রস্তুত।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চকরিয়াতে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন: হান্নান মাসুদ

ইসরায়েলি হামলার পর ‘ইসলামিক রিপাবলিকের অবসান ঘটেছে’: রেজা পাহলভি

আপডেট সময় ০৭:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

ইসরায়েলের হামলার পর ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের কঠোর মূল্যায়ন তুলে ধরেছেন দেশটির সাবেক যুবরাজ মোহাম্মদ রেজা পাহলভি। তিনি দাবি করেছেন, ইরানের ইসলামিক রিপাবলিকের শাসন এখন ধ্বংসের পথে এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়েছেন।

বিবিসি’র লরা কুয়েনসবার্গের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সাবেক শাহের পুত্র রেজা পাহলভি বলেন, “এই কঠিন দিনগুলোতে, আমার হৃদয় সেই সকল নিরস্ত্র নাগরিকদের সঙ্গে আছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং খামেনির যুদ্ধবাজি ও বিভ্রান্তির শিকার হয়েছে। বছরের পর বছর ধরে, আমি আমাদের মাতৃভূমিকে যুদ্ধের আগুনে ধ্বংস হওয়া থেকে রক্ষা করার চেষ্টা করেছি।”

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে তার বাবা শাহ মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করেন। নির্বাসনে থাকা পাহলভি বর্তমান শাসকগোষ্ঠীর পতন আসন্ন বলে মনে করছেন। তিনি দাবি করেন, “ইসলামিক রিপাবলিকের অবসান ঘটেছে এবং এটি এখন ধ্বংসের পথে। খামেনি, ভীত ইঁদুরের মতো, ভূগর্ভে লুকিয়েছে এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়েছে। যা শুরু হয়েছে তা আর ফিরিয়ে আনা যাবে না। ভবিষ্যৎ উজ্জ্বল এবং একসঙ্গে আমরা ইতিহাসের এই তীক্ষ্ণ মোড় পার করব।”

রেজা পাহলভি ইরানি জনগণকে একটি জাতীয় বিদ্রোহের মাধ্যমে বর্তমান শাসনের অবসানের ডাক দিয়েছেন। তিনি বলেন, “ইসলামিক রিপাবলিকের অবসান মানে ইরানি জাতির বিরুদ্ধে এর ৪৬ বছরের যুদ্ধের সমাপ্তি। শাসনের দমন-পীড়নের যন্ত্রপাতি ভেঙে পড়ছে। এখন শুধু একটি জাতীয় বিদ্রোহের প্রয়োজন এই দুঃস্বপ্নের চিরতরে অবসান ঘটাতে।”

তিনি আরও বলেন, “এখনই উঠে দাঁড়ানোর সময়; ইরানকে পুনরুদ্ধার করার সময়। আসুন আমরা সবাই এগিয়ে আসি—বন্দর আব্বাস থেকে বন্দর আনজালি, শিরাজ থেকে ইসফাহান, তাবরিজ থেকে জাহেদান, মাশহাদ থেকে আহভাজ, শাহর-ই কোর্দ থেকে কেরমানশাহ—এবং এই শাসনের অবসান ঘটাই।”

শাসকগোষ্ঠীর পতনের পর দেশের ভবিষ্যৎ নিয়ে আশ্বস্ত করে রেজা পাহলভি বলেন, “ইসলামিক রিপাবলিকের পতনের পরের দিনকে ভয় পাবেন না। ইরান গৃহযুদ্ধ বা অস্থিরতায় নিমজ্জিত হবে না। আমাদের কাছে ইরানের ভবিষ্যৎ ও এর সমৃদ্ধির জন্য একটি পরিকল্পনা রয়েছে। আমরা পতনের পর প্রথম একশো দিন, স্থানান্তরকালীন সময় এবং একটি জাতীয় ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য প্রস্তুত।”