ইরানের এলিট সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই নিয়োগ চূড়ান্ত করেছেন আইআরজিসির নতুন শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর। এ তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনা।
এই নিয়োগের মাধ্যমে আইআরজিসি গোয়েন্দা ইউনিটের সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মেদ কাজেমির স্থলাভিষিক্ত হলেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামি। কাজেমি ১৫ জুন ইসরায়েলি বিমান বাহিনীর এক অভিযানের সময় নিহত হন। তার মৃত্যু ইরানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হয়েছিল, কারণ তিনি আইআরজিসির গোয়েন্দা বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
উল্লেখ্য, মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর মাত্র কয়েক দিন আগে আইআরজিসির শীর্ষ কমান্ডার পদে নিয়োগ পান। ইসরায়েলি বিমান বাহিনীর হামলার দিনে, ১৩ জুন, আইআরজিসির পূর্ববর্তী প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হওয়ার পর আয়াতুল্লাহ আলী খামেনি তাকে এই দায়িত্ব দিয়েছেন।
এই নিয়োগ ইরানের সামরিক গোয়েন্দা ব্যবস্থায় এক বড় পরিবর্তনের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে, যা সাম্প্রতিক ইসরায়েল-ইরান সংঘাতের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।