ইরানের ওপর সামরিক অভিযানের মধ্যে এবার পাকিস্তানকে হুমকি দিলেন ইসরায়েলের সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী মেইর মাসরি। বৃহস্পতিবার (১৯ জুন) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একাধিক পোস্টে আরবি ও উর্দু ভাষায় তিনি এ হুমকি দেন।
মেইর মাসরি বর্তমানে কোনো সরকারি পদে না থাকলেও ইসরায়েলের লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দেশটির রাজনীতিতে তার প্রভাব এখনো গুরুত্বপূর্ণ। এক পোস্টে তিনি লেখেন, ‘ইরানে অভিযান শেষ হলে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার দিকেও মনোযোগ দিতে পারি।’ পাশাপাশি তিনি বলেন, ‘পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়। আপনার উপলব্ধিই যথেষ্ট।’
এই মন্তব্য পাকিস্তানে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই বলেছেন, পাকিস্তান একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র, আঘাত আসলে প্রতিপক্ষ অক্ষত থাকবে না।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার কড়া প্রতিক্রিয়ায় জানান, ‘পাকিস্তান সবসময় ইরানি জনগণ ও সরকারের পাশে রয়েছে এবং ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানাচ্ছে।’ তার এ বক্তব্যেই মূলত ইসরায়েল ক্ষুব্ধ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মধ্যাহ্নভোজ বৈঠকও রাজনৈতিক বিশ্লেষকদের নজরে এসেছে। দ্য ডন জানিয়েছে, সেনাপ্রধান মুনিরই হচ্ছেন পাকিস্তানের প্রথম বর্তমান সেনাপ্রধান যিনি কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই বৈঠক ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্কের নতুন মাত্রা নির্দেশ করছে।
সাম্প্রতিক এই পরিস্থিতি পাকিস্তান-ইসরায়েল উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে যে ধরনের হুমকি উচ্চারণ করা হয়েছে, তা আঞ্চলিক নিরাপত্তার জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন, ডন, এক্স।