আইপিএলের বাকি প্রতিটি ম্যাচই আমাদের জন্য ফাইনাল: রশিদ খান

অবশেষে আগামীকাল রবিবার থেকে আরব আমিরাতে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ। প্রথম অংশটা ভাল কাটেনি সানরাইজার্স হায়দরাবাদের। ৭ ম্যাচ খেলে জিততে পেরেছে মাত্র ১টিতে।

বর্তমানে অবস্থান করছে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। তাই বাকি সবগুলো ম্যাচই হায়দরাবাদের জন্য ‘ফাইনাল’ বলে মনে করেন দলটির তারকা স্পিনার রশিদ খান।

এক সাক্ষাতকারে রশিদ বলেন, ‘খেলার জন্য মুখিয়ে আছি। ভারতে যখন খেলা হয়েছে আমরা তখন নিজেদের সেরাটা দিতে পারিনি। এখন আমরা একত্রিত হয়েছি এবং শেষপর্যন্ত ভালো করতে চাই। আমরা সব ম্যাচকে ফাইনাল হিসেবে দেখছি। মাঠে নিজেদের শতভাগ দেওয়ার চেষ্টা করব।’

তিনি বলেন, ‘গত দেড় বছর ধরে আমি ব্যাটিং নিয়ে বেশি কাজ করছি। টিমের যখন ১৫-২০ কিংবা ২৫ রানের দরকার থাকে সেটা বেশ গুরুত্বপূর্ণ হয়ে যায় লক্ষ্যে পৌঁছানোর জন্য। আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি ভিন্ন কিছু করার জন্য। নেটে হয়তো খুব বেশি শট প্র্যাকটিস করিনি, তবে যখনই মাঠে যেই শটই খেলি না কেন আমি চেষ্টা করি সেটাই ভালোভাবে খেলার।’