লিটনের পর ফিফটি তুলে নিলেন মুশফিক

একজন প্রথম ৪০ বলে অপরিসীম ধৈর্য্য দেখিয়ে করেছিলেন মাত্র ৫ রান। স্ট্রোকের ফুলঝুড়ি ছুটিয়ে পরের ৬৮ বলে করলেন বাকি ৪৬!

আরেকজন শুরু থেকেই নিজের সহজাত স্ট্রোকপ্লে, পায়ের কাজ ও ক্লাসের প্রদর্শনী দেখিয়েছেন। সুন্দর বাউন্ডারি মেরে ৯৫ বলে পূর্ণ করেছেন নিজের ফিফটি।

টেস্ট দলের সাবেক ও বর্তমান দুই উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটিং দেখলে মনে হতে পারে টেস্ট ব্যাটিং কতোই না সহজ। যেটা সকালের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে মনে হচ্ছিলো মহাকঠিন!

লিটন-মুশফিকের ফিফটিতে প্রথম দিনের দ্বিতীয় দিনের সেশনে শক্ত অবস্থানেই আছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৬ ওভারে বাংলাদেশের স্কোর ১৬৮/৪। লিটন মুশফিক গড়েছেন ১১৯ রানের জুটি। লিটন ৬১ ও মুশফিক ৫৩ রানে অপরাজিত আছেন।