দেশের নাট্যাঙ্গনের আলোচিত নাম নির্মাতা কাজল আরেফিন অমি। তাঁর জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ দেশের টেলিভিশন নাটকে নতুন ধারা সৃষ্টি করেছে। এই ধারাবাহিকে শিমুল চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছেন অমির সহকারী শিমুল শর্মা।
সিজন পাঁচের বেশ কয়েকটি পর্বে তাকে দেখা গেলেও সাম্প্রতিক খবরে জানা গেছে, ধারাবাহিকটিতে আর দেখা যাবে না শিমুল শর্মাকে। ‘ব্যাচেলর পয়েন্ট’ ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে কেন তিনি আর থাকছেন না তা স্পষ্ট হয়নি।
শিমুলকে এ বিষয়ে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। ধারাবাহিকটির এক শিল্পী নিশ্চিত করেছেন, শিমুল শর্মা থাকছেন না; তবে বিষয়টি স্থায়ী নাকি সাময়িক সে ব্যাপারে তিনি নিশ্চিত করতে পারেননি।
এ বিষয়ে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ তাঁকে যেমন দর্শকের কাছে বিশেষভাবে পরিচিত করেছে, তেমনি এ ধারাবাহিকের সব শিল্পীই দর্শকের ভালোবাসা পেয়েছেন। তবে শিমুলের অনুপস্থিতি নিয়ে তিনি এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।