ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক বাগবিতণ্ডাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয়। এতে প্রায় তিন কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বুধবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর এলাকায় ‘ওকিলের বাড়ি’ ও ‘আজিজের বাড়ি’ গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ শুরু হয়।
স্থানীয়রা জানান, দুই থেকে তিন দিন আগে রাজনৈতিক বিষয় নিয়ে ওকিলের বাড়ির সাদ্দাম হোসেন ও আজিজের বাড়ির আক্তার মিয়ার মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এর জের ধরে বুধবার রাতে উভয় পক্ষ মহাসড়ক অবরোধ করে সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং কয়েক কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

ডেস্ক রিপোর্ট 



















