জুলাই মাসের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা হতে পারে।
বুধবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রসিকিউটর মিজানুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, “আজ (বুধবার) শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এবং রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষের আইনজীবী তাঁদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন। আগামীকাল (আজ) আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে জবাব দেব। এরপর প্রধান প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল তাঁদের চূড়ান্ত বক্তব্য দেবেন। তারপর ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করবে বলে আশা করছি।”
প্রসিকিউটর আরো জানান, রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দিতে “ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার” পাওয়া গেছে বলে মনে করে প্রসিকিউশন।
অন্যদিকে, আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন অভিযুক্তদের নির্দোষ দাবি করে তাঁদের খালাস চান। তিনি অভিযোগ করেন, “সাবেক আইজিপি মামুন নিজের অপরাধ আড়াল করতে অন্যদের ঘাড়ে দোষ চাপিয়ে রাজসাক্ষী হয়েছেন।”
তিনি যুক্তিতর্কে আরও বলেন, “যতক্ষণ পর্যন্ত আন্দোলন কোটা সংস্কারের দাবিতে ছিল, তা বৈধ ছিল; কিন্তু সরকার পতনের এক দফা আন্দোলন ছিল অবৈধ।”
বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ করেছে। আজ বৃহস্পতিবার রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















