নেত্রকোনার দুর্গাপুরে এক অস্বাভাবিক রাজনৈতিক সমাবেশ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও দুইবারের এমপি প্রার্থী অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা এনজিও সমন্বয় পরিষদের নতুন কমিটি গঠনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ–সভাপতি এম এ জিন্নাহ।
বুধবার দুর্গাপুর উপজেলা এনজিও সমন্বয় পরিষদের দ্বিবার্ষিক সাধারণ সভায় এ ঘটনা ঘটে। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এম এ জিন্নাহর উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
নতুন কমিটিতে ডিএসকে কর্মকর্তা রূপন কুমার সরকার সভাপতি ও রুসা বাংলাদেশের নির্বাহী পরিচালক এম.এন. আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রূপন কুমার বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সাধারণ সম্পাদক এম.এন. আলমের বিরুদ্ধে দীর্ঘদিনের আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্র বলছে, তিনি ২০২৪ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা রেখেছিলেন এবং পরবর্তীতে আর্থিক অনিয়মের অভিযোগেও জড়িত।
প্রধান অতিথি বিএনপি নেতা এম এ জিন্নাহ একই সঙ্গে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি। স্থানীয়দের অভিযোগ, ওই কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ থাকলেও জিন্নাহ রাজনৈতিক প্রতিপক্ষ হয়েও কোনো তদন্তমূলক পদক্ষেপ নেননি। এলাকাবাসীর মন্তব্য, “অদৃশ্য প্রভাবের কারণে অনেক বিতর্কিত ব্যক্তি এখনো ধরাছোঁয়ার বাইরে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুল তালুকদার, যার বিরুদ্ধে আওয়ামী সংশ্লিষ্টতা ও অনিয়মের অভিযোগে স্থানীয় যুবদল আগে সংবাদ সম্মেলন করেছিল। উপস্থিত ছিলেন পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দুর্গাপুর প্রেস ক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকনও।
যোগাযোগ করা হলে বিএনপি নেতা এম এ জিন্নাহ আওয়ামী লীগ নেতার আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি স্বীকার করেন, তবে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, ক্ষমতার পালাবদলের পরও স্থানীয় পর্যায়ে দলীয় অবস্থান ও আদর্শিক সীমারেখা ক্রমেই অস্পষ্ট হয়ে পড়ছে।

ডেস্ক রিপোর্ট 



















