ফেনীর দাগনভূঞায় গরু চুরির মামলায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলা উদ্দিনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ।
গ্রেপ্তারকৃত আলা উদ্দিন পৌর এলাকার উত্তর শ্রীধরপুর গ্রামের মজিবুল হকের ছেলে এবং দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর গভীর রাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া খুশিপুর এলাকায় দুটি বাড়ি থেকে মোট ছয়টি গরু চুরি হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে নাম আসে আলা উদ্দিনের।
পরবর্তীতে মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে পৌর এলাকার উত্তর শ্রীধরপুর গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি ওয়াহিদ পারভেজ জানান, “ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ডেস্ক রিপোর্ট 



















