ঢাকা , শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মিশরের উদ্দেশ্যে এনসিপি নেতা সারজিস আলম  সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা বিক্রি করতে নিষেধ করায় খুন হন ছাত্রদল নেতা সাম্য বাংলাদেশ সীমান্তের পাশে শিলিগুঁড়ি করিডরে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত আগামী ১৫ নভেম্বর বদলে যাচ্ছে পুলিশ ইউনিফর্ম! সরাসরি করাচি-চট্টগ্রাম শিপিং চালু করলো পাকিস্তান ও বাংলাদেশ ‘ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন তারেক রহমান’ বিএনপির সঙ্গে জোট নয়, একক নির্বাচনের চিন্তা এনসিপির ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে ‘রিভিউ’ দেখালেন বিএনপি নেতা নিরপেক্ষ নির্বাচন হলে দেশের মানুষ রাখাল রাজা শহীদ জিয়ার দলকেই বিজয়ী করবে: শিমুল বিশ্বাস

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় ছাত্রলীগ নেতা সাগরের ১০ দিনের রিমান্ড

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মুন্সীগঞ্জ শহর শাখার সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাজ্জাত হোসেন সাগরকে (৩২) ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে মুন্সীগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা ও হত্যার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি সাগর। সদর থানার সজল হত্যা মামলায় তার রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এর আগে বুধবার রাতে ঢাকার ডেমরা এলাকা থেকে সাগরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বৃহস্পতিবার ভোরে তাকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয় এবং দুপুরে আদালতে তোলা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফিরোজ কবীর বলেন, “গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাগর বাংলাদেশ ত্যাগ করেন। পরে দক্ষিণ কোরিয়ায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়ে দেশে ফেরত পাঠানো হয়। সম্প্রতি গোপনে ঢাকায় ফিরে আসার পর থেকে তাকে নজরদারিতে রাখা হয়।”

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে মুন্সীগঞ্জে হাজারো মানুষ জড়ো হলে ছাত্রলীগ–আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান। এসময় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও ডিপজল। আহত হন শতাধিক মানুষ। এসব ঘটনায় তিনটি হত্যা মামলা ও একাধিক হামলা–হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়, যার মূল আসামিদের একজন সাজ্জাত হোসেন সাগর।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিশরের উদ্দেশ্যে এনসিপি নেতা সারজিস আলম 

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় ছাত্রলীগ নেতা সাগরের ১০ দিনের রিমান্ড

আপডেট সময় ০৭:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মুন্সীগঞ্জ শহর শাখার সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাজ্জাত হোসেন সাগরকে (৩২) ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে মুন্সীগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা ও হত্যার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি সাগর। সদর থানার সজল হত্যা মামলায় তার রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এর আগে বুধবার রাতে ঢাকার ডেমরা এলাকা থেকে সাগরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বৃহস্পতিবার ভোরে তাকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয় এবং দুপুরে আদালতে তোলা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফিরোজ কবীর বলেন, “গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাগর বাংলাদেশ ত্যাগ করেন। পরে দক্ষিণ কোরিয়ায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়ে দেশে ফেরত পাঠানো হয়। সম্প্রতি গোপনে ঢাকায় ফিরে আসার পর থেকে তাকে নজরদারিতে রাখা হয়।”

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে মুন্সীগঞ্জে হাজারো মানুষ জড়ো হলে ছাত্রলীগ–আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান। এসময় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও ডিপজল। আহত হন শতাধিক মানুষ। এসব ঘটনায় তিনটি হত্যা মামলা ও একাধিক হামলা–হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়, যার মূল আসামিদের একজন সাজ্জাত হোসেন সাগর।