দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জ জেলা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির ১৩ নেতাকে শোকজ করা হয়েছে। একই ঘটনায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আরও ২১ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ২১ জুন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক স্বাক্ষরিত পৃথক চিঠিতে এসব তথ্য জানানো হয়। তবে বিষয়টি প্রকাশ্যে আসে আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেলে।
শোকজপ্রাপ্ত নেতারা হলেন:
আলহাজ দুলাল হোসেন খান, শামসুল ইসলাম, ভিপি আয়নুল হক, কামাল হোসেন, আমিনুল বারী তালুকদার, ব্যারিস্টার আব্দুল বাতেন, রহিত মান্নান লেলিন, খায়রুল ইসলাম ভূইয়া, আব্দুল কুদ্দুস মন্ডল, হাতেম আলী সুজন, রাশেদুল ইসলাম হিরন, রুম বাদশা ও আব্দুল হাশেম মেম্বার।
চিঠিতে বলা হয়, গত ২০ জুন তাড়াশ উপজেলার শাহ শরীফ জিন্দানী (রহ.)-এর মাজার জিয়ারতের সময় অভিযুক্তরা স্লোগানে বলেন, “টুকু ভাইয়ের সালাম নিন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন।” এই ঘটনাটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
দলীয় সিদ্ধান্ত ও আদর্শ পরিপন্থী এই কর্মকাণ্ডকে বিএনপি নেতৃত্ব শৃঙ্খলা লঙ্ঘন হিসেবে গণ্য করেছে। বিষয়টি তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।