রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর আইন বিভাগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, আইন কেবল নিয়মের সমষ্টি নয়, এটি জাতির নৈতিক বিবেকের প্রতিফলন। তিনি সতর্ক করেছেন—যে রাষ্ট্র নিজ নাগরিকদের মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হবে, সেটি ভাঙার পথ ধরবে।
বক্তব্যে তিনি যে মূল বিষয়গুলো তুলে ধরেছেন, তার মধ্যে রয়েছে:
- ন্যায় প্রতিষ্ঠার গুরুত্ব ও আইন-বিচার ব্যবস্থা।
- বিচার বিভাগের কাঠামোগত সংস্কার ও স্বায়ত্তশাসনের প্রয়োজন।
- প্রযুক্তিনির্ভর বিচার ব্যবস্থার সঙ্গে মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়।
- শিক্ষার্থীদের উদ্দেশ্যে আইনকে সামাজিক দায়বদ্ধতার পর্যায়ে প্রতিষ্ঠার আহ্বান—“প্রত্যেক আইনের পেছনে আছে একটি জীবন, প্রত্যেক রায়ের পেছনে আছে একটি ভাগ্য।”

ডেস্ক রিপোর্ট 

























