রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশি অভিযানের সময় শিশুর সামনে বাবাকে চড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়—গ্রেপ্তার হওয়া রুস্তম নামের এক ব্যক্তিকে তাঁর সাত–আট বছরের মেয়ে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। এ সময় এক ব্যক্তি রুস্তমকে চড় মারলে শিশুটি আরও জোরে কাঁদতে শুরু করে। শিশুর সামনেই এমন আচরণকে অমানবিক উল্লেখ করে নিন্দার ঝড় বইছে অনলাইনে।
পুলিশ জানায়, রুস্তম একজন মাদক কারবারি এবং অভিযানে মাদকসহ তাকে আটক করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন। তবে নেটিজেনদের অভিযোগ—চড় মারা ব্যক্তিটি অভিযানে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, অভিযানে থাকা কেউ চড় মারেননি বলে দাবি করা হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনো পুলিশ সদস্য অপেশাদার আচরণ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার ভোরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে জাহিদ (২০) নামে এক তরুণ নিহত হন। তার বিরুদ্ধেও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। এ ঘটনার পরই পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান শুরু হয়।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর থেকে জেনেভা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ লেগেই আছে। গত ১৫ মাসে অন্তত আটজন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে, যার শিকার হচ্ছেন ক্যাম্পের নিরীহ বাসিন্দারাও।

ডেস্ক রিপোর্ট 

























