ঢাকা , শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
কিছু ভুলের জন্য এনসিপিকে কঠিন পথ পাড়ি দিতে হবে: জিল্লুর রহমান মিশরের উদ্দেশ্যে এনসিপি নেতা সারজিস আলম  সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা বিক্রি করতে নিষেধ করায় খুন হন ছাত্রদল নেতা সাম্য বাংলাদেশ সীমান্তের পাশে শিলিগুঁড়ি করিডরে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত আগামী ১৫ নভেম্বর বদলে যাচ্ছে পুলিশ ইউনিফর্ম! সরাসরি করাচি-চট্টগ্রাম শিপিং চালু করলো পাকিস্তান ও বাংলাদেশ ‘ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন তারেক রহমান’ বিএনপির সঙ্গে জোট নয়, একক নির্বাচনের চিন্তা এনসিপির ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে ‘রিভিউ’ দেখালেন বিএনপি নেতা

ফরিদপুরে ছাত্রদল নেতার নেতৃত্বে বিধবার বাড়িতে হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

ফরিদপুরে ছাত্রদল নেতা সোহেল মুন্সির নেতৃত্বে এক বিধবার বাড়িতে হামলা চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী রাশিদা বেগম।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ এলাকায় মৃত চান মিয়ার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এ সময় মৃত চান মিয়ার বিধবা স্ত্রী রাশিদা বেগমের চিকিৎসার জন্য জমানো আড়াই লাখ টাকা ও মেয়ের গলা থেকে স্বর্ণের চেইন লুট করা হয়। হামলাকারীরা বাড়িতে ভাঙচুর চালিয়ে পরিবারের সদস্যদের মারধরও করে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলার নেতৃত্ব দেন ফরিদপুর সদর আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী চৌধুরী নায়াব ইউসুফের অনুসারী ও ফরিদপুর কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল মুন্সি। দেশীয় অস্ত্রধারী শতাধিক সন্ত্রাসী নিয়ে তিনি এই হামলা চালান বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

বিধবা রাশিদা বেগম বলেন, “দুপুরে আমি বাড়িতে ছিলাম না, কানাইপুরে ছিলাম। খবর পেয়ে বাড়িতে এসে দেখি স্থানীয় মেম্বার কামাল সালিশ করছে। কিছুক্ষণ পর বিষয়টি মীমাংসা হয়। কিন্তু বিকেল সাড়ে ৪টার দিকে সোহেল মুন্সির নেতৃত্বে আমার বাড়িতে হামলা চালানো হয়।”

রাশিদার ছেলে আহাদ মিয়া বলেন, “একটি চলাচল নিয়ে রফিক ও সেলিমের মধ্যে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে সোহেল মুন্সি আমাদের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।”

অভিযুক্ত সোহেল মুন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয় মেম্বার কামাল হোসেন মোল্লা বলেন, “বিধবার বাড়িতে হামলার ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। রাশিদা বেগমের সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্কই ছিল না। এটা সোহেল মুন্সির পরিকল্পিত হামলা।”

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি (অপারেশন) আব্দুল্লাহ বিশ্বাস বলেন, “বিবদমান উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্তের চেষ্টা করছি।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কিছু ভুলের জন্য এনসিপিকে কঠিন পথ পাড়ি দিতে হবে: জিল্লুর রহমান

ফরিদপুরে ছাত্রদল নেতার নেতৃত্বে বিধবার বাড়িতে হামলা

আপডেট সময় ০৮:২৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

ফরিদপুরে ছাত্রদল নেতা সোহেল মুন্সির নেতৃত্বে এক বিধবার বাড়িতে হামলা চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী রাশিদা বেগম।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ এলাকায় মৃত চান মিয়ার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এ সময় মৃত চান মিয়ার বিধবা স্ত্রী রাশিদা বেগমের চিকিৎসার জন্য জমানো আড়াই লাখ টাকা ও মেয়ের গলা থেকে স্বর্ণের চেইন লুট করা হয়। হামলাকারীরা বাড়িতে ভাঙচুর চালিয়ে পরিবারের সদস্যদের মারধরও করে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলার নেতৃত্ব দেন ফরিদপুর সদর আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী চৌধুরী নায়াব ইউসুফের অনুসারী ও ফরিদপুর কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল মুন্সি। দেশীয় অস্ত্রধারী শতাধিক সন্ত্রাসী নিয়ে তিনি এই হামলা চালান বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

বিধবা রাশিদা বেগম বলেন, “দুপুরে আমি বাড়িতে ছিলাম না, কানাইপুরে ছিলাম। খবর পেয়ে বাড়িতে এসে দেখি স্থানীয় মেম্বার কামাল সালিশ করছে। কিছুক্ষণ পর বিষয়টি মীমাংসা হয়। কিন্তু বিকেল সাড়ে ৪টার দিকে সোহেল মুন্সির নেতৃত্বে আমার বাড়িতে হামলা চালানো হয়।”

রাশিদার ছেলে আহাদ মিয়া বলেন, “একটি চলাচল নিয়ে রফিক ও সেলিমের মধ্যে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে সোহেল মুন্সি আমাদের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।”

অভিযুক্ত সোহেল মুন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয় মেম্বার কামাল হোসেন মোল্লা বলেন, “বিধবার বাড়িতে হামলার ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। রাশিদা বেগমের সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্কই ছিল না। এটা সোহেল মুন্সির পরিকল্পিত হামলা।”

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি (অপারেশন) আব্দুল্লাহ বিশ্বাস বলেন, “বিবদমান উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্তের চেষ্টা করছি।”