কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বরিয়া জামে মসজিদে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার অনুরোধ করায় বিএনপি নেতা শাজাহান আলী হান্নানকে লাঞ্ছিত করেছেন জামায়াতের এমপি প্রার্থী মুফতি আমির হামজার অনুসারীরা। শনিবার বাদ আসর এ ঘটনা ঘটে। হান্নান বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি ও মসজিদ কমিটির সভাপতি।
ঘটনার একটি ৩ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিও রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে মুফতি আমির হামজা বক্তব্য দিচ্ছিলেন। এক পর্যায়ে শাজাহান আলী হান্নান দাঁড়িয়ে তাকে বলেন, ধর্মীয় আলোচনা করুন, কিন্তু রাজনৈতিক আলোচনা না করার অনুরোধ জানান। সঙ্গে সঙ্গে উপস্থিত মুসল্লিরা উত্তেজিত হয়ে হান্নানের দিকে তেড়ে যান এবং ধাক্কা দিয়ে মসজিদের বাইরে বের করে দেন।
হান্নান বলেন, মসজিদের সভাপতি হয়ে আমির হামজার আগমন সম্পর্কে তাকে কেউ জানায়নি। শুধু রাজনৈতিক বক্তব্য বন্ধ করতে বলাতেই তাকে আক্রমণের শিকার হতে হয়েছে।
কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার জানান, আমির হামজা ওই এলাকায় গণসংযোগকালে নামাজ পড়তে মসজিদে যান এবং ইমামের অনুরোধে স্বল্প সময়ের জন্য কথা বলেন। এক ব্যক্তি বাধা দিলে মুসল্লিরা তাকে বের করে দেয়। পরে বিষয়টি মিটমাট হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, মসজিদে ভোটের প্রচারণা নিয়ে জামায়াতের এমন আচরণ গ্রহণযোগ্য নয়। জনগণের ধর্মীয় অনুভূতিকে বিবেচনায় নেওয়া প্রয়োজন।

ডেস্ক রিপোর্ট 



















