এবার ফেব্রুয়ারি নয়, আগামী জানুয়ারিতেই নির্বাচনের আয়োজনের দাবি তুলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। দলটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। রোববার (২৬ অক্টোবর) গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে দলটির নেতাকর্মী।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। তিনি জানান, আগামী জানুয়ারির মধ্যেই নির্বাচন চায় তার দল। সময়মতো নির্বাচন না হলে বাংলাদেশের রাজনীতির আকাশে আবারো কালো মেঘ জমে যেতে পারে বলেও আশঙ্কা গণঅধিকারের সভাপতির।
গণঅধিকার পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুর হয় ২০২১ সালের ২৬ অক্টোবর। তবে এর মূল ভিত্তি ছিলো ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন। ওই আন্দোলনে নেতৃত্বদানকারীদের নেতৃত্বেই গড়ে ওঠে গণঅধিকার পরিষদ।
গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, জাতীয় স্বার্থ- এই চার মূলনীতি নিয়ে দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার দিনই দলটি ২১ দফা কর্মসূচিও ঘোষণা করে। যেই ২১ দফা ছিল দলটির লক্ষ্য ও উদ্দেশ্য। গণঅধিকার পরিষদের স্লোগান, ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’।
দলটিতে দুই স্তরবিশিষ্ট কমিটি রয়েছে- উচ্চতর পরিষদ ও নির্বাহী পরিষদ। সারাদেশে জেলা ও উপজেলায় বিস্তৃত রয়েছে, কোথাও কোথাও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও কমিটি আছে। দলটির সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন রাশেদ খাঁন।

ডেস্ক রিপোর্ট 

























