ঢাকা , শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
উন্মুক্ত মাঠে এবছরের সব তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করলেন মিজানুর রহমান আজহারী আরিফিন শুভর রাজউকের ১০ কাঠার প্লট ফিরিয়ে দিতে বললেন পরিচালক শেখ হাসিনা ও আ. লীগ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে: প্রেসসচিব দুর্নীতি-দুঃশাসন মুক্তিতে কারও সাথে আপস করবে না জামায়াত: ডা. শফিকুর রহমান জবিতে ছাত্রশিবিরের উদ্যোগে জমকালো কাওয়ালি সন্ধ্যা দলগুলো না পারলে গণভোট নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার: প্রেস সচিব কিছু ভুলের জন্য এনসিপিকে কঠিন পথ পাড়ি দিতে হবে: জিল্লুর রহমান মিশরের উদ্দেশ্যে এনসিপি নেতা সারজিস আলম  সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা বিক্রি করতে নিষেধ করায় খুন হন ছাত্রদল নেতা সাম্য বাংলাদেশ সীমান্তের পাশে শিলিগুঁড়ি করিডরে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত

কুমিল্লায় বিএনপি সম্মেলনে সালাহউদ্দিন: ‘আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, “আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে।”

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, তারা ধর্ম ব্যবসায়ী। এ দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। ৭১ এর চেতনার ব্যবসা করতে করতে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে।”

তিনি অভিযোগ করেন, জুলাই–আগস্টের অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের নির্যাতন ও হত্যাকাণ্ডের মাধ্যমে ১,৪০০ মানুষকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে এবং ২০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। “এত রক্তের সিঁড়ি বেয়ে আমরা এখানে এসেছি। যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচার এই দেশের মাটিতেই হবে,” বলেন তিনি।

বিএনপির ৩১ দফাকে “রাজনীতির একটি মহাকাব্য” উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, “এটি তারেক রহমানের ৩১ দফা।”

তিনি আরও অভিযোগ করেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ লুটপাট ও গণতন্ত্র হত্যার ইতিহাস রচনা করেছে। তার দাবি অনুযায়ী, বিদেশে ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা পাচার হয়েছে এবং মেগা প্রকল্পের নামে লুট হয়েছে আরও ২ লাখ ৮০ কোটি টাকা—যা দিয়ে ২৪টি পদ্মা সেতু নির্মাণ করা যেত।

সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন এবং উদ্বোধন করেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। সম্মেলনে ১৪টি ইউনিটের ১,৪১৪ জন কাউন্সিলর ও ৫,৮০০ জনেরও বেশি ডেলিগেট অংশ নেন। কুমিল্লা টাউন হল মাঠ ও আশপাশে লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উন্মুক্ত মাঠে এবছরের সব তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করলেন মিজানুর রহমান আজহারী

কুমিল্লায় বিএনপি সম্মেলনে সালাহউদ্দিন: ‘আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে’

আপডেট সময় ১০:২৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, “আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে।”

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, তারা ধর্ম ব্যবসায়ী। এ দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। ৭১ এর চেতনার ব্যবসা করতে করতে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে।”

তিনি অভিযোগ করেন, জুলাই–আগস্টের অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের নির্যাতন ও হত্যাকাণ্ডের মাধ্যমে ১,৪০০ মানুষকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে এবং ২০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। “এত রক্তের সিঁড়ি বেয়ে আমরা এখানে এসেছি। যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচার এই দেশের মাটিতেই হবে,” বলেন তিনি।

বিএনপির ৩১ দফাকে “রাজনীতির একটি মহাকাব্য” উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, “এটি তারেক রহমানের ৩১ দফা।”

তিনি আরও অভিযোগ করেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ লুটপাট ও গণতন্ত্র হত্যার ইতিহাস রচনা করেছে। তার দাবি অনুযায়ী, বিদেশে ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা পাচার হয়েছে এবং মেগা প্রকল্পের নামে লুট হয়েছে আরও ২ লাখ ৮০ কোটি টাকা—যা দিয়ে ২৪টি পদ্মা সেতু নির্মাণ করা যেত।

সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন এবং উদ্বোধন করেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। সম্মেলনে ১৪টি ইউনিটের ১,৪১৪ জন কাউন্সিলর ও ৫,৮০০ জনেরও বেশি ডেলিগেট অংশ নেন। কুমিল্লা টাউন হল মাঠ ও আশপাশে লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।