শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রংপুরে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। যোগদানের আগে তারা জাতীয় পার্টির দায়িত্ব ও পদ থেকে পদত্যাগ করেন বলে জানা গেছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে নগরীর গুপ্তপাড়ায় ব্যক্তিগত কার্যালয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর হাতে ফুলেল তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এ সময় সামু নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।
বিএনপিতে যোগদানকারীদের মধ্যে ছিলেন—
৩৩ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইউনুস আলী, সহসাধারণ সম্পাদক ওবায়দুল, সহসভাপতি দুদা মিয়া ও আহিয়াত, সাংগঠনিক সম্পাদক আহিয়ার রহমান, মেকুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাদা মিয়া, রফিকুল ইসলাম, জাহিদুল, মহব্বত আলী, মুকুল, লুতফর, সামসুল, শহিদুল ইসলাম, রাসেল ও দেলোয়ারসহ আরও অনেকে।
যোগদানকারীরা বলেন, দীর্ঘদিন রংপুর উন্নয়নের বঞ্চনার শিকার। জাতীয় পার্টি রংপুরকে শোষণ করেছে দাবি করে তারা জানান, রংপুরের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বিএনপি বেছে নিয়েছেন। একই সঙ্গে রংপুর সদর-৩ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন তারা।
মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেন, “জাতীয় পার্টির রাজনীতিতে দীর্ঘদিন সম্পৃক্ত থাকা এসব নেতাকর্মী আজ উন্নয়নের স্বার্থে ও জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। তাদের স্বাগত জানাই। এতে তৃণমূল আরও শক্তিশালী হবে।”

ডেস্ক রিপোর্ট 



















