২০২৪ সালের জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের ছোড়া ছররা গুলিতে এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন নারায়ণগঞ্জের গাজী সালাউদ্দিন। মুখ, গলা ও হাতে লেগেছিল একাধিক গুলি। চিকিৎসকেরা জানিয়েছিলেন, গলার গুলি শ্বাসনালির খুব কাছ দিয়ে ঢুকে থাকায় তা বের করা সম্ভব নয়। সেই গুলিগুলো শরীরে নিয়েই প্রায় ১৫ মাস লড়াই করে রবিবার (২৬ অক্টোবর) রাতে মারা গেলেন এই আন্দোলনের আহত যোদ্ধা।
পরিবারের বরাত দিয়ে জানা গেছে, রবিবার সন্ধ্যার পর শ্বাসকষ্ট বেড়ে গেলে রাত ৯টার দিকে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন সোমবার (২৭ অক্টোবর) সকালে গোদনাইল বাজারে তার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
মৃতের ছেলে রাতুল বলেন, “চোখের পাশাপাশি বাবার মুখে, গলায় ও হাতেও গুলি লেগেছিল। গলার গুলিগুলো বের করা যায়নি। ডাক্তার তাকে কথা বলতে নিষেধ করেছিলেন। কয়েকদিন ধরে প্রচণ্ড কাশতেন, রক্তও পড়তো।”

ডেস্ক রিপোর্ট 

























