জামালপুর শহর ছাত্রলীগের সাবেক সভাপতি নূর হোসেন আবাহনীকে মদ্যপ অবস্থায় আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ।
আটক নূর হোসেন আবাহনী জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, গতকাল (রোববার) রাত আনুমানিক ২টার দিকে জামালপুর সার্কিট হাউসের সামনে মদ্যপ অবস্থায় নূর হোসেন আবাহনীকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিষয়ে যাচাই-বাছাই চলছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।
মদ্যপ অবস্থায় নূর হোসেন আবাহনী আটকের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল জামালপুর সদর থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্য প্রকাশ করেছেন।
উল্লেখ্য, নূর হোসেন আবাহনী নিষিদ্ধ সংগঠন জামালপুর শহর ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের পৌর মেয়র নির্বাচনে নৌকা প্রতীক চেয়ে প্রার্থীতাও ঘোষণা করেছিলেন। তবে গত ৫ আগস্টের পর থেকে তিনি আওয়ামী বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত নূর হোসেন আবাহনী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী নানা বক্তব্য ও অপতৎপরতায় জড়িয়ে বিতর্কের জন্ম দেন।
ঘটনাটি জামালপুর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

ডেস্ক রিপোর্ট 





















