নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সোমবার ৬০ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি করা হয়েছে কৃষি বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী জাহিদ হাসানকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী হাবিবুল হাসান হাসিবকে।
কমিটি ঘোষণার পর নোবিপ্রবি ছাত্রশিবির এক যৌথ বার্তায় নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানায়। সংগঠনটির সভাপতি আরিফুল ইসলাম এবং সেক্রেটারি আরিফুর রহমান সৈকত বার্তায় নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানান।
তবে একই দিনে নবগঠিত ছাত্রদল ক্যাম্পাস ও আশপাশে আনন্দ মিছিল বের করে। মিছিলে ছাত্রশিবিরকে লক্ষ্য করে ‘বট বাহিনীর ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ এবং ‘গুপ্তদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’—এমন আক্রমণাত্মক স্লোগান দিতে শোনা যায়।
এ বিষয়ে নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “গুপ্ত রাজনীতি ক্যাম্পাসে বরদাশত করা হবে না। তারা পরিচয় লুকিয়ে সন্ত্রাসসহ নানা অপরাধমূলক কাজে জড়িত। সবাইকে সামনে এসে পরিচয় দিয়ে রাজনীতি করার আহ্বান জানাই।”
অন্যদিকে, ছাত্রশিবির সভাপতি আরিফুল ইসলাম জানান, “তারা সরাসরি ছাত্রশিবিরের নাম উল্লেখ করেনি, তাই এই স্লোগান নিয়ে মন্তব্য করার প্রয়োজন দেখি না। আমরা প্রকাশ্যেই কার্যক্রম করছি—নবীনবরণ ও ট্যুর আয়োজনসহ যা সবাই দেখেছে। এটাই প্রমাণ করে আমরা গুপ্ত রাজনীতি করি না।”

ডেস্ক রিপোর্ট 

























