স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আয়োজিত অবস্থান ধর্মঘট ও শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ভুখা মিছিলের আগে সংহতি প্রকাশ করে তিনি বক্তব্য রাখেন।
তিনি বলেন, সরকারের ঘোষিত পর্যায়ক্রমে সকল অনুদানভুক্ত ও অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক যাচাই-বাছাই শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে থাকা ১০৮৯টি প্রতিষ্ঠানের এমপিওভুক্তির অনুমোদন বিলম্বিত হওয়ায় শিক্ষকরা হতাশ—অতএব দ্রুত প্রজ্ঞাপন প্রকাশ করা জরুরি। পাশাপাশি স্বীকৃত সকল অনুদানবিহীন ইবতেদায়ী মাদরাসাকে এমপিও আবেদনের সুযোগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশেরও দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের অনুরূপ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি ও আলাদা অধিদপ্তর স্থাপন করা প্রয়োজন।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, কোরআন-হাদিসের শিক্ষাদানকারী ইবতেদায়ী শিক্ষকরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। শিক্ষকরা নবী-রাসূলের উত্তরসূরি হয়েও মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছেন — তাই সকল যৌক্তিক দাবি অবিলম্বে পূরণ করতে হবে।
আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আল-আমিনের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন প্রফেসর রবিউল ইসলাম, অধ্যাপক নূর নবী মানিক, ড. মাওলানা আব্দুস সবুর মাতাব্বুর, মাওলানা শাহজাহান মাদানী প্রমুখ।

ডেস্ক রিপোর্ট 

























