সরকারি তদন্তে পাওয়া তথ্য মতে, দেশের আট বিভাগে মোট ১২৭ জনের গেজেট বাতিল করার সুপারিশ দেওয়া হয়েছে। এর মধ্যে:
- ১০৪ জন — যারা মূলভাবে জুন/জুলাই গণঅভ্যুত্থানে আহত বা অংশ নেননি, তবুও “জুলাই-যোদ্ধা” হিসেবে নাম অন্তর্ভুক্ত হয়েছে।
- ২৩ জন — একই ব্যক্তির নামে একাধিকবার (দু’বার) গেজেট প্রকাশ করা হয়েছে।
- বিভাগভিত্তিক বিভাজন অনুযায়ী:
- ময়মনসিংহ বিভাগ: ২০ জন ভুয়া + ১ জনের নামে দু’বার গেজেট
- সিলেট বিভাগ: ২৬ জন + ১ জনের নামে দু’বার গেজেট
- চট্টগ্রাম বিভাগ: ৩৪ জন + ৪ জনের নামে দু’বার গেজেট
- খুলনা বিভাগ: ৫ জন + ৪ জনের নামে দু’বার গেজেট
- রংপুর বিভাগ: ২ জন (ভুয়া)
- ঢাকা বিভাগ: ৭ জন ভুয়া + ৭ জনের নামে দু’বার গেজেট
- রাজশাহী বিভাগ: ৯ জন ভুয়া + ৪ জনের নামে দু’বার গেজেট
- বরিশাল বিভাগ: ২ জনের নামে দু’বার গেজেট
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সংশ্লিষ্ট জেলা কমিটিগুলো যাচাই-বাছাই করে প্রমাণ পেয়েছে যে, এই ব্যক্তিরা আন্দোলনে আক্রান্ত হননি বা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না। তাই তাদের গেজেট বাতিল করার সুপারিশ করা হয়েছে এবং গেজেট বাতিলের পর তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া, যারা এই ভুয়া গেজেট থাকা সত্ত্বেও এক-কালীন অর্থসহ বিভিন্ন সুবিধা নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে অর্থ ফেরত আনা ও আইনানুগ ব্যবস্থা নিয়েও কথা বলা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 





















