জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “আওয়ামী লীগ এখন মূলধারা থেকে ছিটকে পড়েছে এবং পুনরায় ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই।” তিনি বলেন, “এখন এটা মরা হাতি, যাকে যে ইচ্ছা লাথি দিতে পারে।”
বিশেষ করে, মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে অনুষ্ঠিত ‘ইকোনমিক রিফর্ম সামিট’-এর দ্বিতীয় দিনে এই মন্তব্য করেন তিনি।
হাসনাত আরও বলেন:
- “আমরা যদি আবার বিভিন্ন বর্গে, সূত্রে ভাগ হয়ে যাই, তাহলে আমাদের জন্য কঠিন হবে।”
- “আওয়ামী লীগ বিভিন্ন নামে ফিরে আসতে পারে, এটা তাদের ধর্ম। কারণ তাদের একটা কেবলা আছে।”
- “আমাদের জুলাইয়ের সংগ্রামের ইতিহাসকে লিপিবদ্ধ করতে হবে, যাতে এটি এলোমেলো না হয়।”
- “ইতিহাস যেন আর ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার না হয়… আমাদের ট্রাজেডি অনেকটাই প্রোপাগান্ডা হয়ে যায়।”

ডেস্ক রিপোর্ট 






















