চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে নগরের পাহাড়তলীর সাগরিকায় অবস্থিত স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। সংঘর্ষের পর পুলিশ সন্দেহভাজন ছয়জনকে আটক করেছে।
আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে—মো. মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) ও নুরুল হুদা (২৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাহাড়তলী থানার ডিউটি অফিসার এএসআই বেল্লাল হোসেন বলেন, “সংঘর্ষের ঘটনায় ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যাচাই-বাছাই চলছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে আহতদের ‘জুলাই যোদ্ধা’ দাবি করে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এক বিবৃতিতে জানায়, ম্যাচ চলাকালে সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড প্রদর্শন ও ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়।
চট্টগ্রাম মহানগর এনসিপির সমন্বয় কমিটির সদস্য রিদুয়ান হৃদয় অভিযোগ করেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী ফ্যাসিস্টরা এর পেছনে জড়িত। প্রতিবাদ জানালে তারা অতর্কিত হামলা চালায়।”
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডেস্ক রিপোর্ট 
























