ঢাকা , শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদপুর-৩ আসনে জামায়াত প্রার্থী শাহজাহান মিয়ার ব্যাপক গণসংযোগ, ন্যায়-ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লায়’ ভোট চাইলেন প্রেস সচিব শফিকুল আলম: ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, ঠেকানোর ক্ষমতা কারো নেই বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল ও গাঁজা-মদের আড্ডা বন্ধ হয়েছে, ডালের ঘনত্ব বেড়েছে ছত্তিশগড়ে রোমহর্ষক রহস্য — শেষকৃত্য করা যুবকই কুমারে ফিরে এসে বাড়িতে হাজির ইসলামী দলের নায়েবে আমিরের ‘নো হাংকি পাংকি’ মন্তব্যে ক্ষুব্ধ এ্যানি: “এটা রাজনৈতিক ভাষা হতে পারে না” “আগামী বাংলাদেশের রিহার্সেল চলছে ছাত্র সংসদে”—ডা. শফিকুর রহমান “৭ নভেম্বর ছিল বাংলাদেশের প্রগতির টার্নিং পয়েন্ট” — মির্জা ফখরুল বিতর্কিত প্রার্থী বাছাইয়ে চাপে বিএনপি: তৃণমূলে ক্ষোভ ও আন্দোলন, একাধিক আসনে প্রার্থী পরিবর্তনের দাবি ডাকসু থেকে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত কুমারখালীতে আগাম শীতকালীন সবজিতে কৃষকদের বাম্পার ফলন, লাখে লাখে আয়

বিএনপির স্বাক্ষরিত পাতা বদলে জুলাই সনদ জমা—অভিযোগ রিজভীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

 

জুলাই জাতীয় সনদে বিএনপির সই করা পাতা বদল করে অন্য পাতা যুক্ত করে জাতীয় ঐকমত্য কমিশনে জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাগ্রামে জন্মান্ধ গফুর মল্লিককে আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, “জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের যে কাগজটি চূড়ান্তভাবে জমা দেওয়া হয়েছে সেখানে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই। সেখানে অন্য পাতা যুক্ত হয়েছে—এটা অত্যন্ত দুঃখজনক।”

তিনি আরও বলেন, “ড. ইউনূস সাহেবকে সবাই সম্মান করেন। তিনি একজন গুণিজন। তার নেতৃত্বে যে সরকার, তাকে বিএনপিসহ আন্দোলনরত সব দল সমর্থন করেছে। তার গঠন করা কমিশনগুলোর মধ্য থেকে এই ধরনের প্রতারণামূলক কাজ হবে—এটা মানুষ ভাবেনি।”

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, “শেখ হাসিনার সময়ের তুলনায় মানুষ কিছুটা স্বাধীনতা পাচ্ছে। তবে প্রকৃত স্বাধীনতা তখনই মিলবে, যখন আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে—কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং ছাড়া।”

বিএনপির এই নেতা আরও বলেন, “দেশ এক ভিন্ন সময় পার করছে। ফ্যাসিবাদী আমল, গুম-খুনের ভয়াবহ অধ্যায়, বিরোধীদলের কণ্ঠরোধ—সবই ছিল শেখ হাসিনার আমলে। তখন কেউ জোরে কথা বলতে পারত না, পুরো দেশ ভয় আর আতঙ্কে আচ্ছন্ন ছিল।”

এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতারা, কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজবাড়ীর পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের জন্মান্ধ গফুর মল্লিক (৭৮) প্রতিদিন ট্রেনে চড়ে নাড়ু ও বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তার সংগ্রামী জীবনের গল্প সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি নজরে নিয়ে তার পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তার নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন গফুর মল্লিকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সহায়তা প্রদান করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদপুর-৩ আসনে জামায়াত প্রার্থী শাহজাহান মিয়ার ব্যাপক গণসংযোগ, ন্যায়-ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লায়’ ভোট চাইলেন

বিএনপির স্বাক্ষরিত পাতা বদলে জুলাই সনদ জমা—অভিযোগ রিজভীর

আপডেট সময় ০৯:০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

 

জুলাই জাতীয় সনদে বিএনপির সই করা পাতা বদল করে অন্য পাতা যুক্ত করে জাতীয় ঐকমত্য কমিশনে জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাগ্রামে জন্মান্ধ গফুর মল্লিককে আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, “জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের যে কাগজটি চূড়ান্তভাবে জমা দেওয়া হয়েছে সেখানে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই। সেখানে অন্য পাতা যুক্ত হয়েছে—এটা অত্যন্ত দুঃখজনক।”

তিনি আরও বলেন, “ড. ইউনূস সাহেবকে সবাই সম্মান করেন। তিনি একজন গুণিজন। তার নেতৃত্বে যে সরকার, তাকে বিএনপিসহ আন্দোলনরত সব দল সমর্থন করেছে। তার গঠন করা কমিশনগুলোর মধ্য থেকে এই ধরনের প্রতারণামূলক কাজ হবে—এটা মানুষ ভাবেনি।”

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, “শেখ হাসিনার সময়ের তুলনায় মানুষ কিছুটা স্বাধীনতা পাচ্ছে। তবে প্রকৃত স্বাধীনতা তখনই মিলবে, যখন আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে—কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং ছাড়া।”

বিএনপির এই নেতা আরও বলেন, “দেশ এক ভিন্ন সময় পার করছে। ফ্যাসিবাদী আমল, গুম-খুনের ভয়াবহ অধ্যায়, বিরোধীদলের কণ্ঠরোধ—সবই ছিল শেখ হাসিনার আমলে। তখন কেউ জোরে কথা বলতে পারত না, পুরো দেশ ভয় আর আতঙ্কে আচ্ছন্ন ছিল।”

এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতারা, কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজবাড়ীর পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের জন্মান্ধ গফুর মল্লিক (৭৮) প্রতিদিন ট্রেনে চড়ে নাড়ু ও বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তার সংগ্রামী জীবনের গল্প সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি নজরে নিয়ে তার পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তার নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন গফুর মল্লিকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সহায়তা প্রদান করেন।