ঐকমত্য কমিশনে দেওয়া ‘নোট অব ডিসেন্ট’-এর মাধ্যমে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “বিএনপি ঐকমত্য কমিশনে যে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, এটা আসলে ‘নোট অব চিটিং’। এর মাধ্যমে তারা দেশের ১৮ কোটি মানুষের সঙ্গে প্রতারণা করতে চেয়েছিল। কিন্তু সেই প্রতারণা দেশের তরুণ ছাত্র–জনতার কাছে ধরা পড়ে গেছে।”
তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তারা ভেটো দিয়েছে—যেটা একসময় নিজেরাই দাবি করেছিল। দেশের বেকার যুব সমাজের চাকরির দাবিতে যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেই প্রেক্ষাপটে পিএসসির বিষয়ে বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, কারণ তারা ‘ভাইয়ার’ কলে ছোট ভাইদের চাকরি দিতে চায়। এদেশে আর কোনো ভাইয়াগিরি চলবে না। নিরপেক্ষ পিএসসি গঠন ছাত্র সমাজের দাবি। বিএনপি যদি ঐকমত্য কমিশনে কোনো আঁচড় বসাতে চায়, তাহলে তরুণ সমাজই তা প্রতিহত করবে।”
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে “জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে?” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো আমরা বিভেদের সুর শুনছি, যা উসকে দিচ্ছে বিএনপি। এই উৎকণ্ঠা থেকে মুক্তির জন্য দেশবাসী প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে আছে। তিনি যেন দ্রুত ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই সনদের আদেশ জারি করেন।”
তিনি অভিযোগ করেন, “বিএনপি দুর্নীতিকে টিকিয়ে রাখতে চায়। তারা দুর্নীতি দমন কমিশনে নিরপেক্ষ নিয়োগ চায় না। উচ্চকক্ষ প্রতিষ্ঠার প্রস্তাবেও তারা বাধা দিচ্ছে, কারণ সেখানে ‘ভাইয়াদের’ জবাবদিহিতা করতে হবে। জনতার রক্তের বিনিময়ে গঠিত ঐকমত্য কমিশনের সুপারিশমালায় কোনো আঁচড় বসাতে দেব না।”
জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, “ড. ইউনূস ছাড়া আর কারও এখতিয়ার নেই জুলাই সনদে আইনি বৈধতা দেওয়ার। তাকে দ্রুত জনগণের সামনে এসে সেই আদেশ জারি করতে হবে। রাষ্ট্রপতির সেই বৈধতা নেই।”
এনসিপি নেতা আরও বলেন, “বিএনপি ও জামায়াতের মধ্যে গোপন সমঝোতা চলছে। বিএনপি নোট অব ডিসেন্ট দিয়ে আর জামায়াত নিম্নকক্ষে পিআর দাবি তুলে সরকারের সঙ্গে দরকষাকষি করছে। গণভোট ও পিআর ইস্যু জামায়াতের ভণ্ডামির বহিঃপ্রকাশ।”
নির্বাচনী প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন কমিশন যে নতুন প্রতীকের তালিকা প্রকাশ করেছে, তা কোনো নিয়ম মানছে না। এনসিপি শাপলা প্রতীকেই নির্বাচন করবে—এই প্রশ্নে আমরা আপসহীন। কমিশন আমাদের প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত না করলে আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে কমিশনের পদত্যাগে বাধ্য করব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান এবং যুবশক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)।

ডেস্ক রিপোর্ট 

























