ঢাকা , শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মিশরের উদ্দেশ্যে এনসিপি নেতা সারজিস আলম  সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা বিক্রি করতে নিষেধ করায় খুন হন ছাত্রদল নেতা সাম্য বাংলাদেশ সীমান্তের পাশে শিলিগুঁড়ি করিডরে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত আগামী ১৫ নভেম্বর বদলে যাচ্ছে পুলিশ ইউনিফর্ম! সরাসরি করাচি-চট্টগ্রাম শিপিং চালু করলো পাকিস্তান ও বাংলাদেশ ‘ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন তারেক রহমান’ বিএনপির সঙ্গে জোট নয়, একক নির্বাচনের চিন্তা এনসিপির ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে ‘রিভিউ’ দেখালেন বিএনপি নেতা নিরপেক্ষ নির্বাচন হলে দেশের মানুষ রাখাল রাজা শহীদ জিয়ার দলকেই বিজয়ী করবে: শিমুল বিশ্বাস

ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শিক্ষা মন্ত্রণালয়কে সতর্কতা ইসির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেই সময় এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি যেন নির্বাচনের তারিখের সঙ্গে না মিলে যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, কমিশন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে আয়োজনের সার্বিক প্রস্তুতি নিচ্ছে।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় নির্বাচন-সম্পর্কিত অবকাঠামো উন্নয়ন, ভোটকেন্দ্রের লজিস্টিকস, আইনশৃঙ্খলা, বিদ্যুৎ, স্বাস্থ্য সহায়তা এবং বাজেট ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা।

সভা শেষে ইসি সচিব জানান, ভোটকেন্দ্র স্থাপন ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন বাস্তব সমস্যা সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরে আনা হয়েছে। তিনি বলেন, “ভোটকেন্দ্র ও সেখানে যাওয়ার রাস্তা মেরামত ও সংস্কারের জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুরোধ জানিয়েছি। ফেব্রুয়ারি মাসে আবহাওয়া অনুকূল থাকলেও আগেই কেন্দ্রগুলোর প্রবেশগম্যতা নিশ্চিত করা জরুরি।”

ইসি স্থানীয় সরকার বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে যেন নির্বাচনি কাজে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগেভাগে প্রস্তুত রাখা হয়

ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ বিষয়ে আখতার আহমেদ জানান, প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের পূর্ণাঙ্গ প্যানেল তৈরি করছে ইসি। এতে সরকারি স্কুল-কলেজের শিক্ষক ও সরকারি ব্যাংকের কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন, যাতে নিরপেক্ষ ও দক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করা যায়।

সভায় পরিবহন ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে দুর্গম এলাকায় হেলিকপ্টার ল্যান্ডিং সুবিধা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভোটের দিন প্রতিটি উপজেলায় এবং প্রয়োজন অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে ক্লাস্টারভিত্তিক মেডিকেল টিম গঠন করা হবে। প্রতিটি টিমে একজন চিকিৎসক, একজন নার্স এবং প্রয়োজনীয় ওষুধ থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিশরের উদ্দেশ্যে এনসিপি নেতা সারজিস আলম 

ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শিক্ষা মন্ত্রণালয়কে সতর্কতা ইসির

আপডেট সময় ০৮:৫৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেই সময় এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি যেন নির্বাচনের তারিখের সঙ্গে না মিলে যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, কমিশন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে আয়োজনের সার্বিক প্রস্তুতি নিচ্ছে।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় নির্বাচন-সম্পর্কিত অবকাঠামো উন্নয়ন, ভোটকেন্দ্রের লজিস্টিকস, আইনশৃঙ্খলা, বিদ্যুৎ, স্বাস্থ্য সহায়তা এবং বাজেট ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা।

সভা শেষে ইসি সচিব জানান, ভোটকেন্দ্র স্থাপন ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন বাস্তব সমস্যা সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরে আনা হয়েছে। তিনি বলেন, “ভোটকেন্দ্র ও সেখানে যাওয়ার রাস্তা মেরামত ও সংস্কারের জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুরোধ জানিয়েছি। ফেব্রুয়ারি মাসে আবহাওয়া অনুকূল থাকলেও আগেই কেন্দ্রগুলোর প্রবেশগম্যতা নিশ্চিত করা জরুরি।”

ইসি স্থানীয় সরকার বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে যেন নির্বাচনি কাজে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগেভাগে প্রস্তুত রাখা হয়

ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ বিষয়ে আখতার আহমেদ জানান, প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের পূর্ণাঙ্গ প্যানেল তৈরি করছে ইসি। এতে সরকারি স্কুল-কলেজের শিক্ষক ও সরকারি ব্যাংকের কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন, যাতে নিরপেক্ষ ও দক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করা যায়।

সভায় পরিবহন ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে দুর্গম এলাকায় হেলিকপ্টার ল্যান্ডিং সুবিধা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভোটের দিন প্রতিটি উপজেলায় এবং প্রয়োজন অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে ক্লাস্টারভিত্তিক মেডিকেল টিম গঠন করা হবে। প্রতিটি টিমে একজন চিকিৎসক, একজন নার্স এবং প্রয়োজনীয় ওষুধ থাকবে।