গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর হওয়ার পর সেটিতে কোনো সংশোধন, সংযোজন বা বিয়োজন করা যাবে না। বুধবার নিজের ফেসবুক পোস্টে তিনি গত মন্তব্যটুকু তুলে ধরেন।
রাশেদ লেখেন, যেই লেখায় স্বাক্ষর করা হয়েছে, সেই ব্যাখ্যাই বাস্তবায়ন ও আইনগত ভিত্তি হবে; রাষ্ট্রের রীতিনীতি কারও আবেগ-অনুভূতি বা আবদারের ওপর নির্ভর করে বদলানো যায় না। তিনি বলেন, যদি কোনো দল স্বাক্ষর না করে থাকে বলে অন্য দলকে জোর করে স্বাক্ষর করানো হয় অথবা আলাদা কোনো ‘জুলাই সনদ’ তৈরি করে তাদের পক্ষ থেকে স্বাক্ষর নেওয়া হয়, তা প্রতারণা হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে প্রতিরোধ দেখা দেবে।
তিনি আরও বলেন, “আমরা যেটাতে স্বাক্ষর করেছি, ওটাই আমাদের জুলাই সনদ।” শেষে রাশেদ খান বলেন, যারা হাসিনা কোটা সংস্কারের বিষয়ে প্রতারণা করেছিল তাদের বিদায় নেওয়ার উদাহরণ টেনে—“জুলাই সনদে স্বাক্ষর নিয়ে প্রতারণা করলে আপনাদেরও বিদায় নিতে হবে। আমার স্বাক্ষর নিয়ে আমি কাউকে প্রতারণা করতে দেবো না।”

ডেস্ক রিপোর্ট 



















