জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধিঃ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২টায় ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় এ বীজও স্যার বিতরণ করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম। প্রণোদনা কর্মসূচিতে এই উপজেলার যে আইতাছি ৬ হাজার কৃষককে রোপা আমন ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ২০ কেজি।
প্রত্যেক কৃষকের পাঁচটি করে নারিকেল গাছ, ২০ গ্রাম হাইব্রিড মরিচের বীজ, বিভিন্ন প্রতিষ্ঠানে তালগাছ, প্রত্যেক শিক্ষার্থীদেরকে ৪ টি করে নিম, বেল, জাম, লেবু ও কাঁঠাল চারা বিতরণ করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির,সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টু।