ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে গুলি ও হামলা, আহত ১ চকবাজারে ব্যবসায়ী হত্যা: বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ ‘চাঁদাবাজদের হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দেয়া হবে’ ৫ কোটি টাকা চাঁদার দাবিতে বাস ভাংচুর, যুবদল নেতা দল থেকে বহিষ্কার খালি নির্বাচন নির্বাচন করেন, খুনি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন না কেন?: বিএনপিকে জামায়াত নেতা রফিকুল ইরানের মতো শক্তিশালী রাষ্ট্রকে ছোট করে দেখা পশ্চিমাদের বড় ভুল: ফ্রান্স ছাত্রদল শহীদ পরিবারের পাশে সন্তানের মতো থাকবে: রাকিব তারা ভেবেছিল, কয়েকটি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে: নাহিদ ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড: ৫ দিনের রিমান্ডে টিটন গাজী ‘তারা প্রতি মাসে দুই লাখ করে টাকা চায়, না দেওয়ায় মেরেই ফেললো’

গুম করে ১০ পদ্ধতিতে চলত নির্যাতন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

বাংলাদেশে গুম ও রাষ্ট্রীয় নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেছে গঠিত গুম-সংক্রান্ত কমিশন। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাতিষ্ঠানিক গুম ও নির্যাতনের পদ্ধতি বিষয়ে কমিশনের একটি আংশিক প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ করা হয়। এতে র‌্যাব ও ডিজিএফআই ব্যবহৃত গোপন নির্যাতনকক্ষ, ভয়াবহ শারীরিক নির্যাতন ও দীর্ঘ সময় ধরে ভুক্তভোগীদের গোপনে আটকে রাখার বিস্ময়কর তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২3 সালের ৫ আগস্ট পর্যন্ত দেশে গুমকে একটি ‘প্রাতিষ্ঠানিক সংস্কৃতি’ হিসেবে চর্চা করা হয়েছে। বিশেষভাবে নির্মিত শব্দনিরোধক নির্যাতনকক্ষে ভুক্তভোগীদের রেখে একের পর এক শারীরিক-মানসিক নিপীড়ন চালানো হতো, যাতে তাদের চিৎকার বা কান্নার শব্দ বাইরের কেউ না শুনতে পারে

র‌্যাব-২ এর সিপিসি-৩ ইউনিট এবং টিএফআই সেল-এ ছিল অত্যাধুনিক নির্যাতন যন্ত্রপাতি। বৈদ্যুতিক শর্ট দেওয়া হতো চেয়ারে বসিয়ে, ব্যবহার করা হতো ঘূর্ণায়মান চেয়ার, নখ তুলে ফেলার উপকরণ, এবং হাত-পা বাঁধার বিশেষ রশি। নির্যাতনে শরীরে ক্ষত সৃষ্টি হলে ওষুধ ও মলম লাগিয়ে দাগ মুছে ফেলা হতো, এরপর জনসমক্ষে আসামি হিসেবে উপস্থাপন করা হতো তাদের।

কমিশনের প্রতিবেদন বলছে, এসব নির্যাতনের উদ্দেশ্য ছিল ‘মানসিক ভীতি তৈরি করে স্বীকারোক্তি আদায়।’ ভুক্তভোগীদের অর্ধেক পরিমাণ খাবার দেওয়া হতো, আর রাখা হতো চরম অনিশ্চয়তা ও আতঙ্কে।

কমিশন নির্যাতনের অন্তত ১০টি পদ্ধতি তুলে ধরেছে, যার মধ্যে রয়েছে:

  • ঘুম বঞ্চিত করে মানসিকভাবে অস্থির করা

  • বৈদ্যুতিক শক

  • লাঠিপেটা

  • পানি ও খাবার কম দেওয়া

  • চোখ বেঁধে দীর্ঘ সময় বসিয়ে রাখা

  • জিজ্ঞাসাবাদের নামে ক্রমাগত চিৎকার

  • পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাখা

  • শ্বাসরোধের উপকরণ ব্যবহার

  • বারবার স্থানান্তরের মাধ্যমে মানসিকভাবে দুর্বল করে ফেলা

  • ওষুধ প্রয়োগ করে মস্তিষ্কের কার্যকারিতা দুর্বল করা

প্রতিবেদনে আরও বলা হয়, অনেক গুম ভুক্তভোগীকে বছরের পর বছর গোপন স্থানে রাখা হতো—মাসের পর মাস পরিবারের কোনো খোঁজ না পেয়ে ধীরে ধীরে তারা নিজেদের হারিয়ে ফেলত।

কমিশনের এই প্রতিবেদনে বাংলাদেশে রাষ্ট্রীয় গুমের পদ্ধতিগত ও প্রাতিষ্ঠানিক দিক প্রথমবারের মতো নথিভুক্ত হলো। প্রতিবেদনের প্রকাশের পর তা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই প্রতিবেদনের ভিত্তিতে অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত, দোষীদের বিচার এবং গুমের শিকার পরিবারগুলোর ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে গুলি ও হামলা, আহত ১

গুম করে ১০ পদ্ধতিতে চলত নির্যাতন

আপডেট সময় ১০:২৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

বাংলাদেশে গুম ও রাষ্ট্রীয় নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেছে গঠিত গুম-সংক্রান্ত কমিশন। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাতিষ্ঠানিক গুম ও নির্যাতনের পদ্ধতি বিষয়ে কমিশনের একটি আংশিক প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ করা হয়। এতে র‌্যাব ও ডিজিএফআই ব্যবহৃত গোপন নির্যাতনকক্ষ, ভয়াবহ শারীরিক নির্যাতন ও দীর্ঘ সময় ধরে ভুক্তভোগীদের গোপনে আটকে রাখার বিস্ময়কর তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২3 সালের ৫ আগস্ট পর্যন্ত দেশে গুমকে একটি ‘প্রাতিষ্ঠানিক সংস্কৃতি’ হিসেবে চর্চা করা হয়েছে। বিশেষভাবে নির্মিত শব্দনিরোধক নির্যাতনকক্ষে ভুক্তভোগীদের রেখে একের পর এক শারীরিক-মানসিক নিপীড়ন চালানো হতো, যাতে তাদের চিৎকার বা কান্নার শব্দ বাইরের কেউ না শুনতে পারে

র‌্যাব-২ এর সিপিসি-৩ ইউনিট এবং টিএফআই সেল-এ ছিল অত্যাধুনিক নির্যাতন যন্ত্রপাতি। বৈদ্যুতিক শর্ট দেওয়া হতো চেয়ারে বসিয়ে, ব্যবহার করা হতো ঘূর্ণায়মান চেয়ার, নখ তুলে ফেলার উপকরণ, এবং হাত-পা বাঁধার বিশেষ রশি। নির্যাতনে শরীরে ক্ষত সৃষ্টি হলে ওষুধ ও মলম লাগিয়ে দাগ মুছে ফেলা হতো, এরপর জনসমক্ষে আসামি হিসেবে উপস্থাপন করা হতো তাদের।

কমিশনের প্রতিবেদন বলছে, এসব নির্যাতনের উদ্দেশ্য ছিল ‘মানসিক ভীতি তৈরি করে স্বীকারোক্তি আদায়।’ ভুক্তভোগীদের অর্ধেক পরিমাণ খাবার দেওয়া হতো, আর রাখা হতো চরম অনিশ্চয়তা ও আতঙ্কে।

কমিশন নির্যাতনের অন্তত ১০টি পদ্ধতি তুলে ধরেছে, যার মধ্যে রয়েছে:

  • ঘুম বঞ্চিত করে মানসিকভাবে অস্থির করা

  • বৈদ্যুতিক শক

  • লাঠিপেটা

  • পানি ও খাবার কম দেওয়া

  • চোখ বেঁধে দীর্ঘ সময় বসিয়ে রাখা

  • জিজ্ঞাসাবাদের নামে ক্রমাগত চিৎকার

  • পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাখা

  • শ্বাসরোধের উপকরণ ব্যবহার

  • বারবার স্থানান্তরের মাধ্যমে মানসিকভাবে দুর্বল করে ফেলা

  • ওষুধ প্রয়োগ করে মস্তিষ্কের কার্যকারিতা দুর্বল করা

প্রতিবেদনে আরও বলা হয়, অনেক গুম ভুক্তভোগীকে বছরের পর বছর গোপন স্থানে রাখা হতো—মাসের পর মাস পরিবারের কোনো খোঁজ না পেয়ে ধীরে ধীরে তারা নিজেদের হারিয়ে ফেলত।

কমিশনের এই প্রতিবেদনে বাংলাদেশে রাষ্ট্রীয় গুমের পদ্ধতিগত ও প্রাতিষ্ঠানিক দিক প্রথমবারের মতো নথিভুক্ত হলো। প্রতিবেদনের প্রকাশের পর তা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই প্রতিবেদনের ভিত্তিতে অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত, দোষীদের বিচার এবং গুমের শিকার পরিবারগুলোর ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।