ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
চকরিয়াতে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন: হান্নান মাসুদ সালাউদ্দিনকে ‘গডফাদার’ ডাকায় উত্তাল কক্সবাজার, এনসিপির সমাবেশে ভাঙচুর চাঁদা নেব না, নিতেও দেব না: জামায়াত আমির বক্তব্যের মাঝে মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির মজলুমরা আজ জালিম হয়ে উঠছে: নুর জামায়াতের সমাবেশে দাওয়াত পায়নি বিএনপি বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদীদের জায়গা হবে না: জামায়াতের সমাবেশে সারজিস উগান্ডায় বোম পড়লেও কি বিএনপির দোষ?: পার্থ বর্তমানে আওয়ামী লীগ বলে কিছু নেই, এটি একটি মাফিয়া চক্রে পরিণত: সোহেল তাজ ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় আমার ছেলে শহীদ হয়: আবরার ফাহাদের বাবা

ফেসবুক পোস্টের জেরে বরখাস্ত হলেন সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ৩২৫ বার পড়া হয়েছে

ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সমালোচনার জেরে লালমনিরহাটের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে বরখাস্ত করা হয়েছে। বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী তাকে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৬ অক্টোবর ফেসবুকে একটি স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তাপসী। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে তাকে সাময়িক বরখাস্ত করে এবং বিভাগীয় মামলা দায়েরসহ কারণ দর্শানোর নোটিশ দেয়।

তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলেও তিনি নিরাপত্তার কারণ দেখিয়ে তা এড়িয়ে যান। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত প্রতিবেদনে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ প্রমাণিত হয়।

এ নিয়ে দ্বিতীয়বার কারণ দর্শানোর সুযোগ দেওয়া হলেও তার জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনও বরখাস্তের সুপারিশ করে। শেষ পর্যন্ত রাষ্ট্রপতির অনুমোদনের পরিপ্রেক্ষিতে তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়।

 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চকরিয়াতে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন: হান্নান মাসুদ

ফেসবুক পোস্টের জেরে বরখাস্ত হলেন সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি

আপডেট সময় ০৭:৫৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সমালোচনার জেরে লালমনিরহাটের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে বরখাস্ত করা হয়েছে। বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী তাকে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৬ অক্টোবর ফেসবুকে একটি স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তাপসী। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে তাকে সাময়িক বরখাস্ত করে এবং বিভাগীয় মামলা দায়েরসহ কারণ দর্শানোর নোটিশ দেয়।

তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলেও তিনি নিরাপত্তার কারণ দেখিয়ে তা এড়িয়ে যান। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত প্রতিবেদনে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ প্রমাণিত হয়।

এ নিয়ে দ্বিতীয়বার কারণ দর্শানোর সুযোগ দেওয়া হলেও তার জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনও বরখাস্তের সুপারিশ করে। শেষ পর্যন্ত রাষ্ট্রপতির অনুমোদনের পরিপ্রেক্ষিতে তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়।