ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
চকরিয়াতে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন: হান্নান মাসুদ সালাউদ্দিনকে ‘গডফাদার’ ডাকায় উত্তাল কক্সবাজার, এনসিপির সমাবেশে ভাঙচুর চাঁদা নেব না, নিতেও দেব না: জামায়াত আমির বক্তব্যের মাঝে মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির মজলুমরা আজ জালিম হয়ে উঠছে: নুর জামায়াতের সমাবেশে দাওয়াত পায়নি বিএনপি বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদীদের জায়গা হবে না: জামায়াতের সমাবেশে সারজিস উগান্ডায় বোম পড়লেও কি বিএনপির দোষ?: পার্থ বর্তমানে আওয়ামী লীগ বলে কিছু নেই, এটি একটি মাফিয়া চক্রে পরিণত: সোহেল তাজ ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় আমার ছেলে শহীদ হয়: আবরার ফাহাদের বাবা

জামায়াতের সঙ্গে গণঅধিকার পরিষদের মতবিনিময়, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে মতবিনিময় করেছেন গণঅধিকার পরিষদের শীর্ষ নেতারা। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জামায়াত নেতাদের সঙ্গে এ বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানান, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংকট এবং আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “সভায় আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে, উভয় দল জাতীয় সংকট মোকাবেলায় ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে।”

তিনি আরও বলেন, “ঐকমত্য কমিশনের কিছু বিষয় আলোচনায় এসেছে। বিশেষ করে, জাতীয় সংসদ নির্বাচন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে অনুষ্ঠানের দাবি জানানো হয়েছে, যাতে দেশের সব রাজনৈতিক দলের মতামতের প্রতিফলন ঘটে।”

এছাড়াও স্থানীয় সরকার ব্যবস্থার দুর্বলতার কারণে সাধারণ মানুষ যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে, সে বিষয়েও আলোচনা হয়। বৈঠকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার দাবিও জানানো হয়। এসব দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেওয়া হলে একমত পোষণকারী দলগুলোকে সঙ্গে নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করার কথা জানান জামায়াত নেতা।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার বক্তব্যে ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

অন্যদিকে গণঅধিকার পরিষদের প্রতিনিধি দলে ছিলেন মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলউজ্জামান, আব্দুজ জাহের, হাবিবুর রহমান রিজু ও রবিউল হাসান।

 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চকরিয়াতে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন: হান্নান মাসুদ

জামায়াতের সঙ্গে গণঅধিকার পরিষদের মতবিনিময়, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

আপডেট সময় ১২:১২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে মতবিনিময় করেছেন গণঅধিকার পরিষদের শীর্ষ নেতারা। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জামায়াত নেতাদের সঙ্গে এ বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানান, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংকট এবং আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “সভায় আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে, উভয় দল জাতীয় সংকট মোকাবেলায় ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে।”

তিনি আরও বলেন, “ঐকমত্য কমিশনের কিছু বিষয় আলোচনায় এসেছে। বিশেষ করে, জাতীয় সংসদ নির্বাচন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে অনুষ্ঠানের দাবি জানানো হয়েছে, যাতে দেশের সব রাজনৈতিক দলের মতামতের প্রতিফলন ঘটে।”

এছাড়াও স্থানীয় সরকার ব্যবস্থার দুর্বলতার কারণে সাধারণ মানুষ যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে, সে বিষয়েও আলোচনা হয়। বৈঠকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার দাবিও জানানো হয়। এসব দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেওয়া হলে একমত পোষণকারী দলগুলোকে সঙ্গে নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করার কথা জানান জামায়াত নেতা।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার বক্তব্যে ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

অন্যদিকে গণঅধিকার পরিষদের প্রতিনিধি দলে ছিলেন মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলউজ্জামান, আব্দুজ জাহের, হাবিবুর রহমান রিজু ও রবিউল হাসান।