৫০তম স্থানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা
জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’ প্রকাশ করেছে ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকা — “দ্য মুসলিম ৫০০: ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস ২০২৬”।
এবারের তালিকায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস স্থান পেয়েছেন ৫০তম অবস্থানে। তালিকায় তাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবেও উল্লেখ করা হয়েছে।
তালিকার শীর্ষে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।
দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের প্রখ্যাত মুফতি ও ইসলামি স্কলার শেখ মুহাম্মদ তাকি উসমানি,
আর তৃতীয় স্থানে রয়েছেন ইয়েমেনি সুফি আলেম শেখ হাবিব উমর বিন হাফিজ।
শীর্ষ দশে আরও রয়েছেন:
- ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি,
- জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয় ইবনে আল-হুসেইন,
- আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ড. আহমদ মুহাম্মদ আল-তায়্যিব,
- তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান,
- সৌদি বাদশাহ সালমান বিন আবদুল-আজিজ আল-সৌদ,
- সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান,
- এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বিশ্বে প্রায় ২০০ কোটি মুসলমান রয়েছে—যা বৈশ্বিক জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ। এই বিশাল উম্মাহর মধ্য থেকে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদেরই এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
উল্লেখ্য, ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’ ২০০৯ সাল থেকে প্রতিবছর রাজনীতি, ধর্ম, সমাজসেবা, সংস্কৃতি, অর্থনীতি ও মিডিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের এই মর্যাদাপূর্ণ তালিকা প্রকাশ করে আসছে।

ডেস্ক রিপোর্ট 

























