কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে বজ্রপাতের ঘটনায় দুই নারী ও এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উজানচর-ভবানীপুর নৌকাঘাটে পারাপারের জন্য অপেক্ষা করার সময় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি জানান, নিহত দুই নারী হোমনার নালা দক্ষিণ গ্রামের বাসিন্দা এবং নিহত যুবক দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামের বাসিন্দা।

ডেস্ক রিপোর্ট 

























