কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক দুটি বজ্রপাতে মাদরাসার এক শিশু শিক্ষার্থীসহ দুজন মারা গেছেন।
রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় মাদরাসা থেকে ফেরার পথে বজ্রপাতে মোহাম্মদ বাবলু মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়।
নিহত বাবলু ওই এলাকার নূর হোসেনের ছেলে এবং স্থানীয় একটি এবতেদায়ী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বজ্রপাতের সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ডেস্ক রিপোর্ট 

























