ভারতের জম্মু ও কাশ্মিরের রাজৌরি জেলায় একটি সেনা ক্যাম্পে গুলিতে এক ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন। তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনাবশত গুলিবর্ষণের ঘটনা—তা এখনো নিশ্চিত নয়। রোববার (৬ জুলাই) ভারতীয় বার্তাসংস্থা পিটিআই-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
নিহত সেনাসদস্য ৫৪ রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত ছিলেন। শনিবার রাতে রাজৌরি শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের সোলকি গ্রামের কোম্পানি হেডকোয়ার্টারে প্রহরার দায়িত্বে থাকাকালে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। সহকর্মীরা দৌড়ে গিয়ে দেখেন, তিনি নিজ পোস্টেই নিথর অবস্থায় পড়ে আছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃত্যু হয়েছে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে। তবে এটি আত্মহত্যা, না কি অস্ত্র ব্যবহারে অসাবধানতার ফল, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি প্রশাসন।
পুলিশ ইতোমধ্যেই ঘটনাটি খতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া শুরু করেছে। এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকেও অভ্যন্তরীণ তদন্ত চালানো হচ্ছে বলে জানা গেছে।