গাজার বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধ চালানোর পরও হামাসকে পুরোপুরি দুর্বল করতে পারেনি ইসরায়েল—এমন মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়েজহাক ব্রিক। রোববার (৬ জুলাই) ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ-এ প্রকাশিত এক মতামত নিবন্ধে তিনি লিখেছেন, যুদ্ধের আগে হামাস যেভাবে সক্রিয় ছিল, এখন তারা আবার প্রায় সেই একই অবস্থানে ফিরে এসেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করে আসছে যে, তারা হামাসকে প্রায় সম্পূর্ণরূপে নির্মূল করেছে। কিন্তু ব্রিক এর বিপরীত মত দিয়েছেন। তার ভাষায়, হামাসের যোদ্ধা সংখ্যা এখন ৪০ হাজারের ঘরে, যা যুদ্ধের আগে ছিল ঠিক এই পরিমাণেই।
বরিক আরও বলেন, বহু হামাস যোদ্ধা এখনো গাজার ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে অবস্থান করছে এবং সেখান থেকেই তারা অভিযান পরিচালনা করছে। তিনি মনে করেন, “হামাস এখনো গেরিলা যোদ্ধা হিসেবে লড়াই করে যাচ্ছে, যেমনটা যুদ্ধের শুরুতে করছিল। তাদের যুদ্ধকৌশল বদলায়নি, বরং টিকে থাকার পদ্ধতি আরও পরিণত হয়েছে।”
তিনি আইডিএফ প্রধানের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন, যেখানে বলা হয়েছিল, হামাসের সামরিক কাঠামো কার্যত ভেঙে দেওয়া হয়েছে। ব্রিক বলেন, “হামাস কোনো দিনই ঐতিহ্যগত সেনাবাহিনী ছিল না, কাজেই তাদের সামরিক ‘ধ্বংস’ বলার মতো কিছু ছিল না। তারা গেরিলা ইউনিট, এবং এখনো সেই গেরিলা কাঠামো অক্ষুণ্ন রয়েছে।”