ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অংশ হিসেবে তাদের অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে আখ্যা দিয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি রবিবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, হামাস আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি ফিলিস্তিনি-মিশরীয় প্রশাসনের কাছে তাদের অস্ত্র হস্তান্তর করতে রাজি হয়েছে। কিন্তু হামাসের জ্যেষ্ঠ সদস্য মাহমুদ মারদাভি এক বিবৃতিতে এসব সংবাদকে সরাসরি অস্বীকার করেছেন।

ডেস্ক রিপোর্ট 
























